

রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার কালবেলাকে জানান, গুলিস্তান জিপিওর সামনে একটি বাসে আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান এই কর্মকর্তা।
মন্তব্য করুন