সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ এএম
অনলাইন সংস্করণ

আতশবাজি ও ফানুস নিষিদ্ধ হলেও বিক্রি হচ্ছে পুরান ঢাকায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও থার্টি ফার্স্ট নাইট উৎসবমুখর এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মহানগরীতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করলেও বন্ধ হয়নি পুরান ঢাকার অলিগলিতে আতশবাজি ও ফানুস বিক্রি।

গত কয়েক বছর ধরে ইংরেজি নববর্ষ উদযাপনের আনন্দ রাত না গড়াতেই পরিণত হচ্ছে বিষাদে। থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে ঘটছে অপ্রীতিকর ঘটনা। ফানুস থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে এর আগে দুই শতাধিক আগুন ও আতশবাজির শব্দে হৃদরোগে আক্রান্ত শিশুর মৃত্যু পর্যন্ত ঘটেছে। মেট্রোরেলের বিদ্যুৎ সঞ্চালন লাইনও ক্ষতিগ্রস্ত হয় গত বছর। এবার কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফানুস ও আতশবাজি বিক্রি কিংবা ওড়ানো/ফোটানোর সময় হাতেনাতে ধরা পড়লেই ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ডিএমপি। কিন্তু বন্ধ হয়নি আতশবাজি ও ফানুস বিক্রি। চোরাগোপ্তাভাবে তাঁতীবাজার ও শাখাঁরী বাজারসহ পুরান ঢাকার অলিগলিতে বিক্রি হচ্ছে আতশবাজি ও ফানুস।

পুরান ঢাকার বাসিন্দা ওয়াহিদুল ইসলাম সাফায়াত বলেন, আতশবাজি ও ফানুস উৎসব পুরান ঢাকার ঐতিহ্য। ডিএমপির নির্দেশনার কথা আমি শুনেছি তবে মনে হয় না সবাই এই নিদের্শনা মানবে। তবে আমি মনে করি আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানোর ক্ষেত্রে আমাদের সকলের সতর্ক থাকা উচিত। যত্রতত্র ফানুস না উড়িয়ে একটা নিদিষ্ট স্থানে আমাদের সকলের উৎসব পালন করা ও ফানুস উড়ানো উচিত। শাঁখারীবাজার ও তাঁতীবাজারে ফানুস পাওয়া যাচ্ছে। অনেকে দোকানের পিছনে রেখে স্থানীয়দের কাছে বিক্রি করছে চোরাগোপ্তাভাবে।

সরেজমিনে শাখাঁরীবাজার গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি দোকানে পাওয়া যাচ্ছে ফানুস ও আতশবাজি। তবে পরিচিত মুখ না হলে দিচ্ছে না ফানুস ও আতশবাজি।

নামপ্রকাশ না করার শর্তে শাঁখারী বাজারের এক ব্যবসায়ী জানান, ফানুস ও আতশবাজি আমাদের প্রায় দোকানেই আছে, তবে ডিএমপি নিষিদ্ধ করায় আমরা সেগুলো লুকিয়ে বিক্রি করছি। আমরা এগুলো নতুন করে আনছি না, আগের যা ছিল তাই বিক্রি করছি খুব পরিচিত মানুষের কাছে।

শাঁখারিবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, পাতলাখান লেনসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকার গলির ভিতরের ছোট ছোট দোকানগুলোতে চোরাগোপ্তাভাবে বিক্রি হচ্ছে আতশবাজি ও ফানুস। তবে তাঁতীবাজার -শাখাঁরীবাজার গলির মাথায় ও দোকানের কোণে কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে থাকে বেশ কয়েকজন তরুণ ও কিশোর। যাদের বেশিরভাগেরই বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। আতশবাজির বড় বাজার হিসেবে পরিচিত হলেও শাঁখারিবাজারের দোকানগুলোতে সচরাচর আগের মতো আতশবাজি পাওয়া যায় না। কিন্তু কেউ কিনতে এসে খোঁজাখুঁজি করলে কোনো না কোনোভাবে টের পেয়ে যায় গলি ও দোকানের কোণায় দাঁড়িয়ে থাকা ছেলেগুলো। তখনই চার-পাঁচজন এসে হাজির। গলির ভেতর ডেকে নিয়ে চলে দরদাম। এভাবেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলে আতশবাজির বিকিকিনি।

বিদায়ী বছরের শেষ দিন ও নতুন বছরের আগমনকে কেন্দ্র করে প্রতি বছর ৩১ ডিসেম্বর আতশবাজিসহ উৎসব-আয়োজনে রাতটি উদযাপন নতুন কিছু নয়। তবে এই উদযাপন আবার কখনও কখনও কাল হয়ে দাঁড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির হুমকিতে ইউরোপীয় পণ্য, বিশ্ববাজারে অস্থিরতা

বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক

কেবিনে নেওয়া হয়েছে ফরিদা পারভীনকে

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রেস্ট হাউসে নারীকাণ্ডের সেই ওসি প্রত্যাহার

মানবতাবিরোধী অপরাধের মামলা / শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আদেশের দিন ধার্য

নতুন প্রধান নির্বাহী পেল আইসিসি

রাফাল নিয়ে চীনের বিরুদ্ধে ফ্রান্সের বিস্ফোরক মন্তব্য

তিন বিভাগে অতি ভারি বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

ব্রাজিলের সহকারী কোচের পদ ছাড়ছেন আনচেলত্তির ছেলে

১০

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

১১

মেসিকে ধরে রাখতে তার ‘বডিগার্ড’কে দলে নিতে চায় মায়ামি!

১২

নির্বাচন হলে দেশ সঠিক পথে এগোবে : মির্জা ফখরুল

১৩

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

১৪

আল জাজিরার বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব, গাজায় যুদ্ধ কি থামবে?

১৫

এবার আরেক মামলায় ২ দিনের রিমান্ডে আনিসুল হক

১৬

মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে মুখ খুললেন ট্রাম্প

১৭

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ফের অভিযোগ গঠনের শুনানি আজ

১৮

হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

১৯

এজবাস্টনে পরিসংখ্যানেই লেখা ভারতের রেকর্ডের গল্প

২০
X