শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। গত রোববার রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য মো. ওয়াকিল উদ্দিন। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, ৩৭ নম্বর ওর্য়াড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুম গণি তাপস প্রমুখ।
এ ছাড়াও আন্তর্জাতিক বৌদ্ধ মন্দিরের পূজনীয় ভিক্ষু-সংঘ ও বুদ্ধিস্ট ফেডারেশনের সিনিয়র নেতারাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন