কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গলাকাটা-মুখপোড়া সেই মরদেহের রহস্য উদ্‌ঘাটন

র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া দুজন। ছবি : কালবেলা
র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া দুজন। ছবি : কালবেলা

নেত্রকোনায় গলা কেটে হত্যার পর অপরাধ ঢাকতে মরদেহের মুখ পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৮ মার্চ) ভোরে তাদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও রাজধানীর দক্ষিণখান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন- সুনামগঞ্জের মাসুক মিয়া (২৯) ও ধামরাইয়ের আল-ইমরান ফয়সাল (৪৪)।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, নিহত সাইফুল ইসলামের বাড়ি ঝিনাইদহে। ঢাকায় তিনি মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন। সাইফুলের ব্যবহার করা মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে নেত্রকোনা নিয়ে যাওয়া হয় তাকে। সংবাদ সংগ্রহের কথা বলে সাইফুলকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওরাজান বালুর চরে নিয়ে যায় মাসুক ও ফয়সাল।

নির্জন স্থানে তাকে হত্যার পর মোটরসাইকেলটি নিয়ে যায় তারা। ঘটনার পর অভিযুক্ত দুজন আত্মগোপনে চলে যায়। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৪ মার্চ দুপুরে দেওরাজান বালুর চরে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধারের সময় দেখতে পায়- নিহতের গলাকাটা, মাথায় আঘাত, মুখপোড়া।

পরে নিহতের ফিঙ্গারপ্রিন্ট থেকে পরিচয় শনাক্ত করা হয়।

জানা যায়, সাইফুল ইসলামের বাবা আব্দুস সামাদ। তার গ্রামের বাড়ি ঝিনাইদহে। এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে হত্যায় জড়িতরা গ্রেপ্তার হয়।

সোমবার দুপুরে র‌াজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে দুজনকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, গ্রেপ্তার দুজন আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাই-চুরি চক্রের সদস্য। নিহত সাইফুল ৩-৪ বছর ধরে মিরপুরে বসবাস করেন। ঢাকায় তিনি মোটরসাইকেলে রাইড শেয়ার করেন।

ঘটনার ১৫ দিন আগে গ্রেপ্তার ফরসালকে মাসুক জানান, তার ভাগিনার একটা মোটরসাইকেল দরকার, টানা বা চোরাই। মোটরসাইকেল দেবে বলে ভাগিনার কাছ থেকে ২৫ হাজার টাকা এনে ফয়সালকে দেন।

ফয়সাল মাসুককে নিয়ে ঢাকায় কয়েকবার মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর টার্গেট করে সাইফুলকে।

পরিকল্পনা অনুযায়ী, গাজীপুর চৌরাস্তার একটি দোকান থেকে ছিনতাই করার জন্য ছুরি কেনা হয়।

মাসুক সাইফুলকে জানায়, আমার পরিচিত এক সাংবাদিক তথ্য সংগ্রহ এবং ভিডিও ধারনের জন্য নেত্রকোনায় যাবে। সে জন্য ১৩ মার্চ বিকেল ৩টায় মিরপুর ১৪ থেকে মাসুককে নিয়ে রওনা হন সাইফুল।

ভাড়া হিসেবে ৩ হাজার টাকাও পরিশোধ করে মাসুক। পথে গাজীপুর চৌরাস্তা থেকে সাইফুলের মোটরসাইকেলে উঠে ফয়সাল।

খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে আরও বলেন, ফয়সাল নিজেকে সাংবাদিক পরিচয় দেন। তার কাছে ‘শেষ খবর’ নামে একটি পত্রিকার আইডি কার্ড পাওয়া যায়।যেখানে তার পদবি গাজীপুর করেসপন্ডেন্ট।

এক মোটরসাইকেলে তিনজন করে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হয়। ময়মনসিংহ শহরে পৌঁছালে মোটরসাইকেলে তিনজন যাত্রী বহনের কারণে ট্রাফিক পুলিশ তাদের পথ আটকায়।

সেখানে ফয়সাল নিজেকে দৈনিক শেষ খবর পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে চতুরতার সঙ্গে চলে যান। নেত্রকোনার ঘটনাস্থলে যাওয়ার পর সংবাদ সংগ্রহের বাহানা করে সময়ক্ষেপণ করতে থাকেন।

রাত ৩টার দিকে সুযোগ বুঝে সাইফুলের মাথায় রাস্তার পাশে থাকা ইট দিয়ে আঘাত করেন ফয়সাল। সাইফুল মাটিতে পড়ে অচেতন হওয়ার পর দুজন মিলে সঙ্গে থাকা ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর সাইফুলের গায়ে থাকা শার্ট খুলে তার মুখে পেছিয়ে দেন।

মোটরসাইকেলের পেট্রোল শার্টে ঢেলে এতে আগুন দেওয়া হয়। যাতে সাইফুলের পরিচয় গোপন করা যায়। এরপর হত্যায় ব্যবহার করা ছুরি, সাইফুলের মোবাইল ফোন পানিতে ফেলে দেন। সাইফুলের মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় তারা। মাসুক তার ভাগ্নের কাছে মোটরসাইকেলটি রেখে আসেন।

এদিকে ঘটনার পর দিন ১৫ ফেব্রুয়ারি সকালে মাসুকের ভাগ্নে অন্তর আহমেদ শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে সাইফুলের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। শান্তর বাড়ি খালিয়াজুরী। তিনি ঢাকায় ভাসানটেক এলাকার বরিশাল বস্তিতে থেকে একটি দোকানে কাজ করতেন। ফয়সাল ও মাসুকসহ পাঁচজনের সঙ্গে ভাসানটেকের বরিশাল বস্তিতে থাকতেন শান্ত। তাদের বাড়ি নেত্রকোনা ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায়।

র‌্যাব জানায়, মাসুক রাজধানীর মিরপুর ১৪ এলাকায় বসবাস করতেন। তিনি দিনে রাজমিস্ত্রীর কাজ করে আর সন্ধ্যায় ভ্যানে করে কাপড় বিক্রির আড়ালে মোটরসাইকেল ছিনতাই করতেন।

হত্যার খবর ছড়িয়ে পড়লে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আত্মগোপন করেন। ফয়সাল ঢাকা ও আশপাশের জেলায় মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত। নিজেকে তিনি সাংবাদিক পরিচয় দিতেন। হত্যার পর গ্রেপ্তার এড়াতে রাজধানীর দক্ষিণখান এলাকায় আত্মগোপন করেন। র‌্যাব পৃথক দুটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

নতুন প্রজন্ম শান্তিপূর্ণ রাজনীতি প্রত্যাশা করে : ইশরাক

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা আজ

‘খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আপনজন’

২০ বছরের ব্যবসা বাঁচাতে ছাড়লেন চেয়ারম্যান পদ

তাসনিম অনন্যার অনুসন্ধানে মহাবিশ্বের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?

বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ফ্রান্স

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

১০

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

১১

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

১২

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

১৩

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

১৪

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

১৫

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

১৬

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

১৭

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

১৮

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১৯

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

২০
X