‘পুলিশের ইন্ধনে রাস্তা দখল করে ১৮ দোকান!’ শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশের পর ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় ধানমন্ডি-লালমাটিয়া সংযোগ সড়ক দখল করে থাকা ১৮টি দোকান তুলে নেওয়া হয়েছে। এছাড়াও এই দোকানগুলোতে দেওয়া অবৈধ বিদ্যুৎ সংযোগের তারও বিচ্ছিন্ন করা হয়েছে। ওই রাস্তার পাশে এখন গাছের টব লাগানো হয়েছে।
গত ৩ এপ্রিল কালবেলায় সংবাদ প্রকাশের পর ৪ এপ্রিল অভিযান চালিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব দোকান তুলে দেয়।
ধানমন্ডি-২৭-এর বেঙ্গল বইয়ে যাওয়ার গলি হিসেবে পরিচিত ওই রাস্তায় অনেকদিন ধরে অবৈধভাবে ১৮টি দোকান বসানো হয়েছিল। রাস্তার খুঁটি থেকে চোরাইভাবে এসব দোকানে লাইন নেওয়া হয়েছিল। আর এসব কিছুর ইন্ধন দেওয়ার নেপথ্যে ছিলেন মোহাম্মদপুর থানার এসআই সাইফুল।
দীর্ঘদিন ধরে ওই এলাকার অন্যান্য ভবনের বাসিন্দারা বিভিন্ন অভিযোগ করলেও পুলিশের ইন্ধনের কারণে কিছুই সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে কালবেলায় সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে দোকানগুলো তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন