রাজধানীর বংশালে ৩৩ নম্বর ওয়ার্ডের হরিজন সম্প্রদায়ের মিরনজিল্লা পল্লিতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সোমবার (১০ জুন) বিকেলে এ অভিযান শুরু হয়। যদিও গতকাল রোববার হরিজন সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পল্লি উচ্ছেদ না করার আশ্বাস দিয়েছিলেন। বৈঠকে মেয়র বলেন, ভবন নির্মাণের জন্য বস্তির অল্প জায়গা ভাঙা হবে; বাইরে পুরো বস্তি থাকবে।
আশ্বাসের ২৪ ঘণ্টার আগেই বস্তি উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কালবেলাকে অভিযান পরিচালনার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হরিজন সম্প্রদায়ের মানুষদের কোনো রকম পুনর্বাসন না করেই এভাবে উচ্ছেদ করে দেওয়া হলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে। তিনি দ্রুত উচ্ছেদ বন্ধের দাবি জানান।
বিস্তারিত আসছে…
মন্তব্য করুন