কালবেলার বর্ষপূর্তিতে বক্তারা বলেছেন, ‘পাঠকের বিশ্বস্ততার এক নাম দৈনিক কালবেলা।’ কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পিরোজপুরে দৈনিক কালবেলা পত্রিকার প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) সকালে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন শুকুর, সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, সাবেক সভাপতি এ কে আজাদ, সাবেক সভাপতি জিয়াউল আহসান, সাবেক সহসভাপতি খালিদ আবু, সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোস্তফা, প্রেস ক্লাব সহসভাপতি ইমাম হোসেন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হকসহ সাংবাদিকরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক কালবেলা পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি মো. হাসিবুল ইসলাম হাসান।
এ সময় বক্তারা বলেন, ‘পাঠকের বিশ্বস্ততার এক নাম দৈনিক কালবেলা। কালবেলা পত্রিকায় প্রকাশিত সংবাদে কোনো প্রকার অতিরঞ্জিত বা অসত্য সংবাদ থাকে না। তাই দেশের অগণিত সংবাদ মাধ্যমের মধ্যে দৈনিক কালবেলা পাঠকের মনে বিশ্বাস স্থাপন করেছে। কালবেলা পত্রিকায় সংবাদসমূহ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে থেকে নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে থাকে।’
অন্যদিকে কালবেলা পত্রিকার ভিডিও সংবাদগুলো দেশের ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। তাই উপস্থিত সবাই দৈনিক কালবেলা পত্রিকার আরও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে পিরোজপুর জেলায় বিভিন্ন উপজেলা দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন