সুনামগঞ্জে কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) প্রতিকাটির বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, গত এক বছরে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ দেশের গণমাধ্যমগুলোর মধ্যে সর্ব প্রথম কালবেলা দেশবাসীকে জানিয়েছে। কালবেলার সঙ্গে দেশের কিংবদন্তি ব্যক্তিবর্গ জড়িত। প্রিন্ট ভার্সনের পাশাপাশি ডিজিটালে কালবেলা সুনাম কুড়িয়েছে।
এরপর কেক সুনামগঞ্জে কেক কাটেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।
এ ছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা কবি কুমার সৌরভ, সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ দে, বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক মাহবুবুল হক শাহীন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি এ আর জুয়েল, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক ও সুনামগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
বক্তারা আরও বলেন, সংবাদকর্মীরা মানুষের সামনে সত্যকে উন্মোচন করে। যা জেনে মানুষ সত্য ও ন্যয়ের পক্ষে অবস্থান নেয়। পৃথিবীর মধ্যে সংবাদ কর্মীরাই সব ধর্ম-বর্ণ এবং মতের ঊর্ধ্বে উঠে সত্যকে তুলে আপ্রাণ চেষ্টা করেন। এই সত্য প্রতিষ্ঠায় নিজের জীবনকে উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেন না। ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে বোমা হামলায় রয়টার্সসহ অনেক সংবাদ মাধ্যমের সংবাদিক নিহত হয়েছেন। এটিই প্রমাণ করে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও সংবাদকর্মীরা তাদের দায়িত্ব পালন করতে দ্বিধা করেন না এবং সত্য প্রতিষ্ঠা করতে নিজের জীবনকে তারা উৎসর্গ করছেন। বাংলাদেশের সাংবাদিকরা সত্য-ন্যায় প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কালবেলা উল্লেখ করে বক্তারা বলেন, নবযাত্রায় কালবেলা ব্যাপকভাবে পাঠককে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে কালবেলা যুগের পর যুগ টিকে থাকবে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করবে। কালবেলার জন্য শুভকামনা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন থিয়েটার সুনামগঞ্জের দলপ্রধান ও এনটিভির নিজস্ব প্রতিবেদক দেওয়ান গিয়াস চৌধুরী। সমাপনী বক্তব্য রাখেন দৈনিক কালবেলার প্রতিনিধি সজীব নন্দন দেব।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি আকরাম উদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, শাল্লা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও কালবেলা শাল্লা উপজেলা প্রতিনিধি পিসি দাশ পিযুষ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিরসহ সভাপতি ফরিদ মিয়া, রিপোর্টার্স ইউনিটির সাধারণ ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি সম্পাদক বুরহান উদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, সুনামগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, অক্ষর মুদ্রণ অফসেট প্রেসের ব্যবস্থাপক বিশ্বজিৎ দেব, সুনামগঞ্জ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আসাদ মনি, সময়টিভির চিত্র গ্রাহক রুজেল আহমদ, সুনামগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি লিপসন আহমদ, সুনামগঞ্জ প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজিত নন্দী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য দৈনিক এশিয়া বানীর জেলা প্রতিনিধি আনোয়ারুল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য দৈনিক স্বাধীন বংলার জেলা প্রতিনিধি বাবুল মিয়া, আমাদের সময়ের দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি আশিক মিয়া, শ্যামল সিলেটের দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদ, দ্য নিউজ টাইমসের জেলা প্রতিনিধি মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার ও গ্রাফিক্স ডিজাইনার এনামুল হক জুবের, বাংলা টিভির জেলা প্রতিনিধি আল হাবিব, এসএনপি স্পোর্টসের সাদিকুর রহমান চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবরের ডেস্ক রিপোর্টার মহিমা মিলি, বন্ধন থিয়েটারের সভাপতি সামির পল্লব, সুনামগঞ্জ জেলা উদীচীর যুগ্ম সম্পাদক জহির উদ্দিন, থিয়েটার সুনামগঞ্জের নাট্যকর্মী তাজকিরা হক তাজিন, মাজহারুল ইসলাম শিপন, তৌকির আহমদ।
মন্তব্য করুন