চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুলের অভিনয়ের প্রশংসা না করে পারা যায় না : নৌ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপি নেতা মির্জা ফখরুলের অভিনয়ের প্রশংসা না করে পারা যায় না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোটা আন্দোলনে বিদেশ থেকে উসকানি দেওয়া হলো। উসকানি পেয়ে মির্জা ফখরুল বলল এই আন্দোলনের সঙ্গে বিএনপি আছে, সরকার উৎখাত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গতকাল তিনিই বলেছেন, আন্দোলনে আমরা নাই। আমরা সমর্থন দিয়েছি কিন্তু সম্পৃক্ত হয় নাই। এত বড় অভিনেতা আমার রাজনীতির অঙ্গনে আমি দেখি নাই। মির্জা ফখরুলের এই অভিনয়ের প্রশংসা না করে পারা যায় না।

বৃহস্পতিবার (২৫ জুলাই) চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দ্বি-চারিতার রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে, ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করতে হবে। সমগ্র পৃথিবীতে বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। কিন্তু গত কয়েকদিনে এই ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞের মধ্য দিয়ে আমাদের প্রশ্নবিদ্ধ করা হলো, মানবিক বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করা হলো। এতো রক্তপাত, এতো মানুষের হতাহতের ঘটনা আমরা কখনো দেখি নাই। একজন দারোয়ান তার বাসার দরজা খুলে দেয় নি বলে পরবর্তীতে তাকে টেনেহিঁচড়ে বের করে কুপিয়ে হত্যা করা হয়। একজন নারী সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য গেছেন, তাকে ধরে নিয়ে বিবস্ত্র করা হয়েছে, তার মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে। একজন নারীকে সবার সামনে বিবস্ত্র করে ধর্ষণ চেষ্টা করা হয়েছে। এই দৃশ্যটা আমরা দেখলাম। ১৯৭১ সালে আলবদর, আল শামস, রাজাকারদের যে কাহিনি আমরা শুনেছি, সেই একই দৃশ্য আমরা দেখলাম ঢাকাসহ বিভিন্ন জায়গায়।

নিয়মতান্ত্রিক আন্দোলনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানে শ্রমিক যারা আছেন তাদেরও অনেক দাবি দাওয়া আছে। স্কপের পাঁচ দফা দাবিতে আমরা আন্দোলন করেছি। আমরা যখন ছাত্র ছিলাম তখন আপনাদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছিলাম। সকল রাজনৈতিক দল এক হয়ে শ্রমিকদের ওই আন্দোলনে শরিক হয়েছিলেন। কিন্তু সে শ্রমিক আন্দোলন কোনো শিল্প প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়নি, পুলিশ ফাঁড়িতে আক্রমণ করেনি। সেটা একটি নিয়মতান্ত্রিক আন্দোলন ছিল। ছাত্রজীবনে আমাদেরও দাবি ছিল। আমরা সচিবালয় ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছি। শিক্ষামন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছি। কিন্তু কখনও ঢুকে আক্রমণ করিনি।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, এবার কারফিউ বাংলাদেশের ১৬ কোটি মানুষকে আনন্দিত করেছে। কারফিউ জারি করার পর স্বাভাবিক অবস্থা আস্তে আস্তে ফিরে আসতে শুরু করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাব। কারণ আপনারা বাংলাদেশের লাইফ লাইন এ চট্টগ্রাম বন্দরকে এক মিনিটের জন্যও বিচ্ছিন্ন হতে দেননি। করোনা মহামারির সময়ও চট্টগ্রাম বন্দর পরিবারেরও অর্ধশতাধিক মানুষ জীবন দিয়েছে। তবুও বন্দর বন্ধ হয়নি।

এর আগে চট্টগ্রাম বন্দরে কর্মরত প্রায় ৭ হাজার শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। শ্রমিকদের খাদ্যসামগ্রীর পাশাপাশি অতীতেও করোনাকালীনসহ বিভিন্ন সময়ে সাহায্যে করে আসছে চট্টগ্রাম বন্দর।

এতে উপস্থিত ছিলেন, বন্দর চেয়ারম্যান রিয়াল এডমির‌্যাল এম সোহায়েল, বন্দর সচিব ওমর ফারুক, প্রশাসন ও পরিকল্পনা (বন্দর) মো. হাবীবুর রহমান, সদস্য (অর্থ) শহীদুল আলম, সদস্য (মেরিন) কমোডর ফজলার রহমান, সদস্য (প্রকৌশল) কাউসার রশিদ, সাইফ পাওয়ারটেক এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তরফদার রুহুল সাইফ, বার্থ অপারেটর এসোশিয়েশন এর সভাপতি ফজলে একরাম চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

চট্টগ্রামের নগরায়ণ সংকটে শহরবাসী, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নেই

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

ইসরায়েলে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু?

আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করতেন তৌহিদ আফ্রিদি : আইনজীবী

৬ কোটি টাকার গার্ডার ব্রিজ এখন গলার কাঁটা

সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর

১০

পাকিস্তানকে বন্যা সতর্কতা পাঠিয়ে শুভেচ্ছার নিদর্শন দেখালো ভারত

১১

শহর পরিষ্কারের দায়িত্ব সবার নিতে হবে : ডিসি জাহিদুল

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাভার্ডভ্যান চালক নিহত

১৩

মানবজাতিকে বিলুপ্ত করতে কতগুলো পরমাণু বোমা লাগবে?

১৪

নভেম্বরের মধ্যে ইকসু নির্বাচনের আশ্বাস উপাচার্যের

১৫

ঢাকায় এসেছেন বিএসএফ ডিজি দালজিৎ সিং চৌধুরী

১৬

৭৩৯ ওষুধের দাম নির্ধারণ সরকারের হাতে

১৭

পুলিশের এডিসিকে ছুরিকাঘাত করা সেই ছিনতাইকারী গ্রেপ্তার

১৮

সিজিএসের সংলাপ / দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর দাবি

১৯

সৌরভ গাঙ্গুলী কি আসলেও ভারতের কোচ হচ্ছেন?

২০
X