কৃষিই সমৃদ্ধি—এই স্লোগানে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেলা শেষ হয়।
আরও পড়ুন : কৃষিযন্ত্রে 'কুমির' চুরি
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস।
উপসহকারী কৃষি কর্মকর্তা নয়ন বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু প্রমুখ।শেষে কৃষিবিষয়ক নাটিকা ও গান পরিবেশিত হয়। এর আগে গত শনিবার কৃষিমেলা শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাসুদ নাসির, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক আইয়ুব রানাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এই মেলায় কৃষিবিষয়ক নানা প্রযুক্তি, আধুনিক কৃষি যন্ত্রপাতি, দেশীয় ফল, ফসল, পিঠাসহ কৃষিবিষয়ক বিভিন্ন পরামর্শ বুথ রাখা হয়।
মন্তব্য করুন