চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৪১ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

হাজারী লেইনকাণ্ড : ৩৩ জনকে পারিবারিক জিম্মায় ফেরত

চট্টগ্রাম নগরের দামপাড়ায় হাজারী লেনের সংঘর্ষ নিয়ে সংবাদ সম্মেলন করে যৌথ বাহিনী। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরের দামপাড়ায় হাজারী লেনের সংঘর্ষ নিয়ে সংবাদ সম্মেলন করে যৌথ বাহিনী। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে হাজারী লেইন থেকে গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৩৩ জনকে তাদের পরিবারের জিম্মায় ফেরত দেওয়া হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) রাতে নগর পুলিশের উপ-কমিশনার (গণসংযোগ) কাজি মোহাম্মদ তারেক আজিজ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তারেক আজিজ জানান, মঙ্গলবার (৬ নভেম্বর) হাজারী লেইনে এসিড নিক্ষেপের ঘটনায় ৩৩ জনকে তাদের পারিবারক জিম্মায় ফেরত দেওয়া হয়েছে। বাকি ৪৯ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাজারী লেইনের ঘটনায় ৮২ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার ( ক্রাইম) মো. রইছ উদ্দীন।

এ ছাড়া বুধবার দুপুরে নগরের দামপাড়ায় যৌথ বাহিনী এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে ঘটনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে টাস্কফোর্সের-৪ মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমদ বলেন, মঙ্গলবার রাতে হাজারী লেনে এসিড নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন ৮০ জকে আটক করা হয়েছে। ঘটনাস্থলের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের শনাক্তকরণের প্রক্রিয়া চলমান। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদসহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হস্তান্তরের বিষয়টিও প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং হাজারী গলিসহ নগরীর অন্যান্য এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, মাঠপপর্যায়ে আমরা গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করছি। সে অনুযায়ী আমরা আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করবো। আইন তার নিজস্ব ধারায় চলবে।

হাজারি লেনের দোকান সিলগালার বিষয়ে তিনি আরও বলেন, যেহেতু ওই এলাকায় সেনা ও পুলিশ সদস্যের ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে সেই প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকানগুলো সিলগালা করা হয়েছে। আমরা সংশ্লিষ্টতা খুঁজে বেড়াচ্ছি। তদন্ত কার্যক্রম শেষ করে দোকানগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা হবে।

আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে এ সেনা কর্মকর্তা বলেন, দুষ্কৃতকারীদের কোনো জাতি, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক পরিচয় নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের দেশে আসার সময় জানালেন রাশেদ

মোটরসাইকেল থেকে নামিয়ে তরুণকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

১০ বছর পর রোববার দেশে ফিরছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক রাশেদুল হক

এমপি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা / ৬ দফা দাবিতে ২৪ দিনের কর্মসূচি খেলাফত মজলিসের

রোহিতকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল ভারত

স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, ঘরের বারান্দায় খোঁড়া হয়েছিল কবর

যে ৩ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মিলে

হরাইজন মডেল ইউনাইটেড নেশনস সেশন-১ : এক অনন্য সফলতা

ছেলে হত্যার বিচার ঠেকাতে ষড়যন্ত্রমূলক নতুন মামলা, ক্ষোভে শহীদ ছায়াদের পরিবার

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ মৃত্যু

১০

সাধারণ যে ৬ ভুলের কারণে পারফিউমের ঘ্রাণ দ্রুত চলে যায়

১১

বেনাপোল বন্দরে ৫ দিন পর আমদানি-রপ্তানি শুরু

১২

হবিগঞ্জে নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

১৩

আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই: জামায়াত আমির

১৪

কিয়ামতের দিন যে ৫ প্রশ্নের জবাব না দিয়ে কেউ রেহাই পাবে না

১৫

গাজা নিয়ে ট্রাম্পের ২০ দফায় কী আছে, কেন তুমুল আলোচনা

১৬

ট্রলার সাজিয়ে নেচে-গেয়ে ঘরে ফিরলেন জেলেরা

১৭

ম্যাচসেরার পুরস্কার নিয়ে শরিফুলের মানবিক উদ্যোগ

১৮

ড. ইউনূসের মুখাকৃতি দিয়ে অসুর বানানোর বিষয়ে যা বললেন রিজভী

১৯

ভোটের পরিবেশ ফিরিয়ে আনবে বিএনপি : সেলিম ভূঁইয়া

২০
X