চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৪১ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

হাজারী লেইনকাণ্ড : ৩৩ জনকে পারিবারিক জিম্মায় ফেরত

চট্টগ্রাম নগরের দামপাড়ায় হাজারী লেনের সংঘর্ষ নিয়ে সংবাদ সম্মেলন করে যৌথ বাহিনী। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরের দামপাড়ায় হাজারী লেনের সংঘর্ষ নিয়ে সংবাদ সম্মেলন করে যৌথ বাহিনী। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে হাজারী লেইন থেকে গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৩৩ জনকে তাদের পরিবারের জিম্মায় ফেরত দেওয়া হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) রাতে নগর পুলিশের উপ-কমিশনার (গণসংযোগ) কাজি মোহাম্মদ তারেক আজিজ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তারেক আজিজ জানান, মঙ্গলবার (৬ নভেম্বর) হাজারী লেইনে এসিড নিক্ষেপের ঘটনায় ৩৩ জনকে তাদের পারিবারক জিম্মায় ফেরত দেওয়া হয়েছে। বাকি ৪৯ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাজারী লেইনের ঘটনায় ৮২ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার ( ক্রাইম) মো. রইছ উদ্দীন।

এ ছাড়া বুধবার দুপুরে নগরের দামপাড়ায় যৌথ বাহিনী এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে ঘটনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে টাস্কফোর্সের-৪ মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমদ বলেন, মঙ্গলবার রাতে হাজারী লেনে এসিড নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন ৮০ জকে আটক করা হয়েছে। ঘটনাস্থলের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের শনাক্তকরণের প্রক্রিয়া চলমান। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদসহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হস্তান্তরের বিষয়টিও প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং হাজারী গলিসহ নগরীর অন্যান্য এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, মাঠপপর্যায়ে আমরা গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করছি। সে অনুযায়ী আমরা আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করবো। আইন তার নিজস্ব ধারায় চলবে।

হাজারি লেনের দোকান সিলগালার বিষয়ে তিনি আরও বলেন, যেহেতু ওই এলাকায় সেনা ও পুলিশ সদস্যের ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে সেই প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকানগুলো সিলগালা করা হয়েছে। আমরা সংশ্লিষ্টতা খুঁজে বেড়াচ্ছি। তদন্ত কার্যক্রম শেষ করে দোকানগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা হবে।

আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে এ সেনা কর্মকর্তা বলেন, দুষ্কৃতকারীদের কোনো জাতি, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক পরিচয় নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষ

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়াল, আহত বহু

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

১০

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

১১

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

১২

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

১৩

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

১৫

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

১৬

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

১৭

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

১৮

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১৯

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

২০
X