চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৪১ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

হাজারী লেইনকাণ্ড : ৩৩ জনকে পারিবারিক জিম্মায় ফেরত

চট্টগ্রাম নগরের দামপাড়ায় হাজারী লেনের সংঘর্ষ নিয়ে সংবাদ সম্মেলন করে যৌথ বাহিনী। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরের দামপাড়ায় হাজারী লেনের সংঘর্ষ নিয়ে সংবাদ সম্মেলন করে যৌথ বাহিনী। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে হাজারী লেইন থেকে গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৩৩ জনকে তাদের পরিবারের জিম্মায় ফেরত দেওয়া হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) রাতে নগর পুলিশের উপ-কমিশনার (গণসংযোগ) কাজি মোহাম্মদ তারেক আজিজ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তারেক আজিজ জানান, মঙ্গলবার (৬ নভেম্বর) হাজারী লেইনে এসিড নিক্ষেপের ঘটনায় ৩৩ জনকে তাদের পারিবারক জিম্মায় ফেরত দেওয়া হয়েছে। বাকি ৪৯ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাজারী লেইনের ঘটনায় ৮২ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার ( ক্রাইম) মো. রইছ উদ্দীন।

এ ছাড়া বুধবার দুপুরে নগরের দামপাড়ায় যৌথ বাহিনী এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে ঘটনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে টাস্কফোর্সের-৪ মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমদ বলেন, মঙ্গলবার রাতে হাজারী লেনে এসিড নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন ৮০ জকে আটক করা হয়েছে। ঘটনাস্থলের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের শনাক্তকরণের প্রক্রিয়া চলমান। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদসহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হস্তান্তরের বিষয়টিও প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং হাজারী গলিসহ নগরীর অন্যান্য এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, মাঠপপর্যায়ে আমরা গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করছি। সে অনুযায়ী আমরা আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করবো। আইন তার নিজস্ব ধারায় চলবে।

হাজারি লেনের দোকান সিলগালার বিষয়ে তিনি আরও বলেন, যেহেতু ওই এলাকায় সেনা ও পুলিশ সদস্যের ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে সেই প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকানগুলো সিলগালা করা হয়েছে। আমরা সংশ্লিষ্টতা খুঁজে বেড়াচ্ছি। তদন্ত কার্যক্রম শেষ করে দোকানগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা হবে।

আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে এ সেনা কর্মকর্তা বলেন, দুষ্কৃতকারীদের কোনো জাতি, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক পরিচয় নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধান মিলল অস্ত্র তৈরির কারখানার, আটক ২

গাজীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল কারাগারে 

২০২৬ সালে রমজান শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ

সেই জিলাল হোসেনকে বরখাস্ত করল জনপ্রশাসন মন্ত্রণালয়

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি সুন্দরী

নারায়ণগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২২

হোয়াইট হাউসে বৈঠক : ট্রাম্প-মাখোঁর কানাকানি নিয়ে চলছে আলোচনা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন শহীদুজ্জামান

দেড় যুগেও নির্মাণ হয়নি ভেঙে ফেলা জহির রায়হান মিলনায়তন 

১০

ভারতের অন্তঃসত্ত্বা নারীকে বাংলাদেশে পুশইন, সন্তানের নাগরিকত্ব নিয়ে সন্দিহান

১১

৫ আগস্টের বিজয়কে ধরে রাখার আহ্বান চট্টগ্রাম ডিসির

১২

ব্লুটুথ হেডফোন নাকি সাধারণ হেডফোন, কোনটি ভালো জানেন?

১৩

রাকসু নির্বাচন ঘিরে সাংস্কৃতিক সংগঠনগুলোর ১০ দফা প্রস্তাবনা

১৪

‘ছোট সাজ্জাদের’ স্ত্রী তামান্না তিন দিনের রিমান্ডে

১৫

ফিক্সিংকাণ্ডে আলোচনায় ঢাকা ক্যাপিটালস, কী বলছে শাকিব খানের দল

১৬

জুমার নামাজে না গেলে ২ বছরের দণ্ডের বিধান করল যে দেশ

১৭

প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক

১৮

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

রাংপানিতে বিজিবির কড়া নজরদারি, আরও ২০ হাজার ঘনফুট পাথর উদ্ধার

২০
X