সাতকানিয়া-লোহাগাড়ায় স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী যান না বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতারা। এমনকি তিনি ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানে ছিলেন না বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে সংসদীয় আসনের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করেছিলেন। একইভাবে নানা কর্মসূচি পালন করেছে স্থানীয় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ। এসব কর্মসূচিতে যোগ দেননি এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন শেষে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে। ওই অনুষ্ঠানে ছিলেন না সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেন, আমাদের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ২০১৪ সাল থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য। তখন থেকে তিনি থানা আওয়ামী লীগের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। থানা আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে আসেন না। তিনি আওয়ামী লীগের জাতীয় কোনো অনুষ্ঠানও করেন না। ১৫ আগস্টের কর্মসূচিতে তিনি লোহাগাড়ায় ছিলেন না।
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ করেননি এমপি নদভী।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর আওয়ামী লীগ করার বয়স বেশিদিন হয়নি। যারা সত্যিকার আওয়ামী লীগের তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের দিন নানা অনুষ্ঠানে জাতির জনককে স্মরণ করেন। হয়তো তিনি এখনো আওয়ামী লীগের হতে পারেননি।
মন্তব্য করুন