কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শোক দিবসের অনুষ্ঠানে অংশ না নেওয়ায় এমপির প্রতি নেতাদের ক্ষোভ

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। ছবি: সংগৃহীত
প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। ছবি: সংগৃহীত

সাতকানিয়া-লোহাগাড়ায় স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী যান না বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতারা। এমনকি তিনি ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানে ছিলেন না বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে সংসদীয় আসনের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করেছিলেন। একইভাবে নানা কর্মসূচি পালন করেছে স্থানীয় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ। এসব কর্মসূচিতে যোগ দেননি এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন শেষে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে। ওই অনুষ্ঠানে ছিলেন না সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেন, আমাদের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ২০১৪ সাল থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য। তখন থেকে তিনি থানা আওয়ামী লীগের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। থানা আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে আসেন না। তিনি আওয়ামী লীগের জাতীয় কোনো অনুষ্ঠানও করেন না। ১৫ আগস্টের কর্মসূচিতে তিনি লোহাগাড়ায় ছিলেন না।

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ করেননি এমপি নদভী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর আওয়ামী লীগ করার বয়স বেশিদিন হয়নি। যারা সত্যিকার আওয়ামী লীগের তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের দিন নানা অনুষ্ঠানে জাতির জনককে স্মরণ করেন। হয়তো তিনি এখনো আওয়ামী লীগের হতে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী ও বগুড়ায় বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

পুরুষদের পেলভিক ব্যথার সাধারণ কারণগুলো

হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে : দুদক চেয়ারম্যান

জামায়াত কর্মী মহিবুর হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার দাবি

চুরির অভিযোগে আটকদের আনতে গিয়ে পুলিশের গাড়ির চাবি চুরি

১৮ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত নেবে ইসি

আইনের বেড়াজাল পেরিয়ে কারাগারে বিয়ে

স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় দুর্বৃত্তের হামলা, যুবদল নেতা নিহত

মোবাইলে ব্রাজিল-জাপান ম্যাচ দেখবেন যেভাবে

১০

চাকসুর ভোট গণনা হবে যেভাবে

১১

সড়কে বেপরোয়া অটোরিকশা, অসহায় প্রশাসন

১২

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ৩ দিন পর লাশ উদ্ধার

১৩

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার অনুরোধ দুদক চেয়ারম্যানের

১৪

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

১৫

টিভিতে দেখাবে না বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৬

১৭ অক্টোবর থেকে দেশের ২৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস 

১৭

পাসওয়ার্ড মনে রাখতে পারছেন না? সহজ সমাধান এনেছে গুগল

১৮

জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

আগামী বছর স্বর্ণ-রুপার দাম লাফিয়ে বাড়ার পূর্বাভাস, কততে ঠেকবে?

২০
X