চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৪টি শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার নেই বলে জানিয়েছে র্যাব।
সোমবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় এক্সেস রোড দেলোয়ার জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের পশ্চিম পার্শ্বে ঝোপের ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এক্সেস রোড এলাকায় ঝোপের মধ্যে শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র ও ৪টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন কালবেলাকে বলেন, বাকলিয়া এক্সেস রোড এলাকা থেকে তিনটি অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
মন্তব্য করুন