ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে নতুন ভোটার বেড়েছে সাড়ে ৩ লাখ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের ওপর নির্ভর করছে নতুন ভোটারদের ভাগ্য। ভোটার তালিকা হালনাগাদে চট্টগ্রামে নতুন ভোটার বেড়েছে ৩ লাখ। হালনাগাদের পর চট্টগ্রাম জেলায় মোট ভোটার ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে ৬৮ লাখ।

গত ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শেষ হয়। একই সঙ্গে মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার তথ্য সংগ্রহ করা হয়।

নতুন ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৮৩ জনের মধ্যে এর মধ্যে ১৮ বছরের নিচে রয়েছে ৭৭ হাজার ৬৭০ জন। হালনাগাদ তালিকা থেকে মৃত্যুর কারণে বাদ পড়েছেন ৯৩ হাজার ৮৩৭ জন। চট্টগ্রাম জেলায় স্থানান্তরের কারণে নতুনভাবে তালিকাভুক্ত হয়েছেন ২৪ হাজার ৭৯৯ জন।

নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনের জারি হওয়া পরিপত্র অনুযায়ী, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, নির্বাচন কমিশনের তথ্য মতে, নতুন ভোটারের মধ্যে নগরের ছয় থানায় নতুন ভোটার হয়েছেন ৫২ হাজার। এরমধ্যে বেশি ভোটার হয়েছেন ডবলমুরিং ও পাঁচলাইশ থানায়। ডবলমুরিং থানায় ১২ হাজার ৯১৪ জন ও পাঁচলাইশ থানায় ৯ হাজার ৬৫৫ জন। চান্দগাঁও থানায় ৯ হাজার ১১৫ জন। পাহাড়তলীতে ৭ হাজার ৭২২ জন, বন্দর থানায় ৭ হাজার ১৯৪ জন, কোতোয়ালীতে ৫ হাজার ৪০০ জন।

উপজেলাভিত্তিক তথ্যমতে, জেলার ১৫ উপজেলায় নতুন ভোটার হয়েছেন ২ লাখ ৫০ হাজার ২৯৩ জন। এরমধ্যে বাঁশখালীতে নতুন ভোটার হয়েছেন ২৪ হাজার ৮২২ জন, আনোয়ারায় ২৪ হাজার ৩২৭ জন, রাঙ্গুনিয়ায় ২১ হাজার ৩৭৬ জন, লোহাগাড়ায় ২১ হাজার ২১৪ জন, সাতকানিয়ায় ১৮ হাজার ৮৩ জন, ফটিকছড়িতে ১৭ হাজার ৭৪০ জন, পটিয়ায় ১৭ হাজার ১৬ জন, সীতাকুণ্ডে ১৬ হাজার ৬২ জন, হাটহাজারীতে ১৬ হাজার ৭৪৮ জন, মিরসরাইয়ে ১৫ হাজার ৫১ জন, সন্দ্বীপে ১৩ হাজার ৭৯৬ জন, রাউজানে ১৩ হাজার ৯৭৯ জন, চন্দনাইশে ১২ হাজার ৮০৫ জন, বোয়ালখালীতে ১২ হাজার ১৭ জন এবং কর্ণফুলীতে ৭ হাজার ২৪৭ জন।

নির্বাচন বিশ্লেষকদের মতে, গত ১৬ বছর ধরে পতিত আওয়ামী লীগ সরকার আমলে একতরফা নির্বাচন, ভোটকেন্দ্র দখল, ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন ও সহিংসতার কারণে ভোটবিমুখ হয়ে পড়েছেন ভোটাররা।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ভোটার ছিল ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৩ জন। সেই ভোটার তালিকা থেকে হালনাগাদে ৯৩ হাজার ৮৩৭ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। আর ২৪ হাজার ৭৯৯ জন ভোটার স্থান বদল করেছেন। একই সঙ্গে ১৮ বছরের কম বয়সী ৭৭ হাজার ৬৭০ জন নাগরিকের নিবন্ধন করা হয়েছে। ১৮ বছর পূর্ণ হলেই তারা ভোটার হিসেবে গণ্য হবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ কালবেলাকে বলেন, হালনাগাদে নতুন করে তিন লাখের বেশি নাগরিক নিবন্ধিত হয়েছে। তাদের মধ্যে যারা ১৮ বছরের নিচে তারা ভোট দানে যোগ্য হবে না। যাদের বয়স ১৮ বছরের বেশি তারা ২০২৬ সালের নির্বাচনে ভোটদানের যোগ্য হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন ভিসায় স্থগিতাদেশ, জানাল যুক্তরাষ্ট্র

১১ দলীয় জোট ৪৭ আসনে প্রার্থী দেয়নি যে কারণে

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন আজ

কেন ১৪৭০৭ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি?

প্রার্থিতা পাননি মাহমুদা মিতু, যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় নির্বাচন / ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি : রবিন

প্রার্থী নিয়ে বিভ্রান্তি, যা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

যেসব আসন পেয়েছে এনসিপি 

১০

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

১১

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

১২

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

১৩

যে ২০ আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস

১৪

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

১৫

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

১৬

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

১৭

রমজানের আগেই এলপিজি সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

১৮

বিইউবিটিতে স্প্রিং সেশনের নবীনবরণ অনুষ্ঠান

১৯

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরির মধ্যে চুক্তি স্বাক্ষর

২০
X