চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরীকে (১৬) ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর খালাত বোন পপি চৌধুরী মামলা দায়ের করলে গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃত যুবকরা হলো, মো. ইকবাল হোসেন (১৯) ও মো. রনি (২২)। মো. ইকবাল হোসেন সাতকানিয়া উপজেলার দোহাজারী এলাকার মৃত শামছুল ইসলামের পুত্র। বর্তমানে জলিল টেক্সটাইল গনি জব্বারের বাড়িতে বসবাস করে। মো. রনি উপজেলার পন্হিছিলা এলাকার রহিমের পুত্র। বর্তমানে সে জলিল টেক্সটাইল মিলের পাশে হাসান মোল্লার বাড়িতে বসবাস করে।
সীতাকুণ্ড মডেল থানা সূত্রে জানা যায়, মামলার বাদীর খালাত বোন মক্তবে যাওয়ার পথে সোমবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার সময় পথরোধ করে দুই বখাটে গলায় অস্ত্র ধরে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে এই ঘটনা কেউ জানলে তাকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। কিন্তু ভুক্তভোগী মামলার বাদী খালাত বোনকে সব বলে দেয়। পরে বাদী ঘটনার পরদিন সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ কালবেলাকে বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরে ইন্সপেক্টর (তদন্ত) আবু সাঈদ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই বখাটেকে গ্রেপ্তার করেন। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন