চবি প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চাকসু নির্বাচনে দ্রোহ পর্ষদ প্যানেলের ইশতেহার ঘোষণা

চাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করে দ্রোহ পর্ষদ। ছবি : কালবেলা
চাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করে দ্রোহ পর্ষদ। ছবি : কালবেলা

আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে বামধারার প্যানেল দ্রোহ পর্ষদ ৫২ দফা ইশতেহার ঘোষণা করেছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ সংলগ্ন ঝুপড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ইজাজ উদ্দিন আহমদের সঞ্চালনায় ইশতেহারটি ঘোষণা করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধ।

ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধ ইশতেহার পাঠ করে বলেন, বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। শিক্ষার্থী অনুপাতে নতুন হল নির্মাণ ও আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আবাসন ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হলে সিট বণ্টনে মেধা, আর্থিক অবস্থা ও প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে এবং রাজনৈতিক সিট দখল বন্ধ করা হবে। প্রতি ছয় মাসে সিট পুনর্বণ্টন, হল ও এক্সটেনশন সংস্কার এবং কটেজ ভাড়া নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়ার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

শাটল ট্রেনের শিডিউল বৃদ্ধি, ডাবল লাইন চালু, অতিরিক্ত বগি সংযোজন এবং শহর ও উপজেলার শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি দ্রুতযান সার্ভিসের ভাড়া নিয়ন্ত্রণ, ক্যাম্পাসে ই-কার বৃদ্ধি এবং রাত ১২টা পর্যন্ত চলাচল নিশ্চিত করার কথাও ইশতেহারে বলা হয়।

খাদ্যের মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ডাইনিং ও ক্যান্টিনে পুষ্টিবিদ নিয়োগ, নিয়মিত মান পরীক্ষা এবং আশপাশের হোটেলগুলোর খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের অংশগ্রহণে সেল গঠনের পরিকল্পনা ঘোষণা করা হয়। বাজেটের ১০ শতাংশ গবেষণায় বরাদ্দ, গবেষণাগার আধুনিকায়ন, থিসিসে সিজিপিএ বাধ্যবাধকতা তুলে দেওয়া, গবেষণা বৃত্তি প্রদান এবং আন্তর্জাতিক জার্নালে বিনামূল্যে প্রবেশাধিকার নিশ্চিত করার অঙ্গীকারও করা হয়।

ইশতেহারে মেডিকেল সেন্টারকে ১০০ শয্যায় উন্নীত করা, ২৪ ঘণ্টা চিকিৎসক, ওষুধ ও অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা, মানসিক স্বাস্থ্য ইউনিট স্থাপন, মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ এবং ‘মনোচিকিৎসাকেন্দ্র’ চালুর উদ্যোগের কথা বলা হয়েছে।

এ ছাড়া মাদকমুক্ত ক্যাম্পাস গঠন ও নিয়মিত সেমিনার–ওয়ার্কশপ আয়োজনের কথা বলা হয়েছে। আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ীদের বিচার ও আহতদের চিকিৎসা–ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের নিয়ে সমন্বয় সেল গঠন, যৌন নিপীড়নবিরোধী সেল সক্রিয় করা এবং নারী হলে মনিটরিং সেল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। অনলাইন হয়রানির অভিযোগ জানানোর প্ল্যাট ফর্ম, নারী শিক্ষার্থীদের হলে প্রবেশের সময়সীমা তুলে দেওয়া, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, মাতৃত্বকালীন সেবা ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের পরিকল্পনাও তাদের ইশতেহারে রয়েছে।

ইশতেহারে আরও বলা হয়েছে, নারীদের জন্য পৃথক শৌচাগার, পর্যাপ্ত আলোকায়ন ও সিসিটিভি স্থাপন, যোগ্য নারী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের জন্য বিশেষ নীতি প্রণয়ন করা হবে। ক্রীড়াক্ষেত্রে কেন্দ্রীয় ও অন্যান্য খেলার মাঠ সংস্কার, আধুনিক ক্রীড়া সরঞ্জাম সরবরাহ, সম্ভাবনাময় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া বৃত্তি চালু এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সেল গঠনসহ গাছ কাটা বন্ধের ঘোষণা দেওয়া হয়।

সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য নিয়মিত প্রণোদনা, স্থায়ী কক্ষ নির্মাণ, কেন্দ্রীয় অডিটোরিয়াম নির্মাণের রোডম্যাপ তৈরি, উন্মুক্ত মঞ্চ সংস্কার এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি বিনিময়ে নিয়মিত আয়োজনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিল্প-সাহিত্য বৃত্তি চালু, ছুটির দিনেও গ্রন্থাগার খোলা রাখা, প্রয়োজনীয় বই সংযোজন ও ই-বুক সংস্করণ তৈরির পরিকল্পনাও ইশতেহারে রয়েছে।

প্রশাসনিক কার্যক্রম ও পরীক্ষা ফি ই-ব্যাংকিংয়ের আওতায় আনা, মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের স্মৃতি সংরক্ষণ, প্রতিটি হলে নিরাপদ পানি নিশ্চিত করা এবং সেশনজট নিরসনে প্রশাসনিক উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি চাকসুর গঠনতন্ত্র যৌক্তিকভাবে সংস্কার করে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা ও প্রতিবছর নিয়মিত চাকসু ও হল সংসদ নির্বাচন নিশ্চিত করার অঙ্গীকারও করেছে প্যানেলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিইউবিটিতে শিক্ষক দিবস উদযাপন

সুন্দর সমাজ গঠনে সৃজনশীলতাকে প্রাধান্য দিতে হবে : সাদিক কায়েম

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনি যোদ্ধারা

নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার ২ নেতা গ্রেপ্তার

স্পিড স্কেটিংয়ে জোড়া স্বর্ণপদক জিতলেন পৃথিবী

এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস

একটি দল চাঁদাবাজকে ফুল দিয়ে বরণ করেছে : স্বেচ্ছাসেবক দলের সভাপতি

প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিলেন তারেক রহমান

১০

নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী

১১

ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন, নতুন ঘর দিচ্ছেন তারেক রহমান

১২

অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি বার্তা

১৩

‘শেখ হাসিনার করুণ পরিণতির বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন সালাউদ্দিন কাদের’

১৪

অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

১৫

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগ নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

১৬

অনলাইন ও এসএমএসে এইচএসসির ফল জানবেন যেভাবে

১৭

খেলা চলাকালে মাঠেই প্রাণ হারালেন বাঁহাতি পেসার

১৮

গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে : সারজিস

১৯

হাদিসের ভাষায় ভালো মৃত্যুর ১৫ আলামত

২০
X