চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যান-সিএনজি অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মনির চৌধুরী (৩৯) ও জিয়াউর রহমান (৪০)। তবে জিয়াউর রহমানের বাড়ির ঠিকানা জানা যায়নি। এই ঘটনায় আহত হয়েছেন শহীদ নামে আরও একজন।
শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সলিমপুর ইউনিয়নের বায়জিদ লিংক রোডের বেঙ্গল ব্রিক্সের সামনেই এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সলিমপুর ইউনিয়নের বায়েজিদ লিংক রোডে কাভার্ডভ্যান সিএনজিকে ধাক্কা দেয়। এতে তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির চৌধুরী ও জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন শহীদ নামের আহত ব্যক্তি। নিহতদের লাশ চমেক হাসপাতাল মর্গে রয়েছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা বলেন, সকাল সাতটার দিকে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন