চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান শাকিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাউজান থানার বেরুলিয়া এলাকার শাহজাহান শাকিল, মো. তারেক ও মো.নুরুল আবছার।
বুধবার (২২ নভেম্বর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার বিভিন্ন সময়ে পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে দশটার দিকে রাউজান থানায় নাশকতা মামলার পলাতক আসামি ও যুবদল নেতা শাহজাহান শাকিলকে বায়োজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নগরের পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকায় সোমবার রাত পৌনে আটটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মো.তারেক ও মো. নুরুল আবছারকে।
মন্তব্য করুন