চট্টগ্রামের মিরসরাইয়ে বিলুপ্ত প্রজাতির একটি হরিণ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইসলামপুর গ্রামে হরিণটি উদ্ধার করা হয়।
ইছাখালি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, উপকূলীয় বনাঞ্চল থেকে একটি হরিণ লোকালয়ে ছুটে আসে। হরিণটি মানুষের বসতবাড়ির আঙ্গিনায় বিচরন করতে দেখতে পেয়ে বন অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীতে তারা এসে হরিণটি নিয়ে গেছে।
মিরসরাই উপকূলী বনাঞ্চলের রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা জানান, ইছাখালী এলাকা থেকে হরিণ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সেখান থেকে হরিণটি চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার এটি রাঙ্গুনিয়া শেখ রাসেল পার্ক কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ধারণা করছি ইছাখালী উপকূলীয় বন থেকে হরিণটি লোকালয়ে ছুটে আসতে পারে। এটির আনমানিক বয়স দুই বছর হবে।
মন্তব্য করুন