সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সপ্তাহের ব্যবধানে ৩ শিপইয়ার্ডে ডাকাতের হানা

চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে মুখোশধারী ডাকাত আতঙ্কে শিপইয়ার্ড কারখানার মালিকরা। প্রতিদিন এই মুখোশধারী ডাকাতরা সঙ্ঘবদ্ধ হয়ে নৌপথে এসে ভারী অস্ত্র নিয়ে হানা দিয়ে লুট করছে শিপইয়ার্ড কারখানার মূল্যবান মালামাল। এক সপ্তাহ ব্যবধানে তিনটি শিপইয়ার্ড কারখানায় হানা দিয়েছে ডাকাতরা। এতে আতঙ্ক বিরাজ করছে শিপইয়ার্ড মালিকদের মাঝে।

এদিকে জাহাজভাঙা কারখানার সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লাস অ্যাসোসিয়েশনের (বিএসবিএআরএম) নেতারা বলছেন, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিপইয়ার্ড কারখানা সূত্রে জানা যায়, এক সপ্তাহে ব্যবধানে উপজেলার সাগর উপকূলে অবস্থিত বিভিন্ন শিপইয়ার্ডে নৌপথে সংঘবদ্ধ হয়ে ডাকাতের দল হানা দিয়েছে। শিপইয়ার্ড কারখানাগুলো হলো, সোনাইছড়ি ইউনিয়নের গামরিতল এলাকার সমুদ্র উপকূলে অবস্থিত ক্রিস্টাল শিপার্স লিমিটেড, কদম রসূল এলাকার সমুদ্র উপকূলে অবস্থিত কদম রসূল স্টিল, ভাটিয়ারী বিএম গেট এলাকার সমুদ্র উপকূলে অবস্থিত সিমনী শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ক্রিস্টাল শিপার্স লিমিটেডের ম্যানেজার সাইফুল ইসলাম মাহমুদ বলেন, গত ১১ জানুয়ারি গভীর রাতে নৌপথে সঙ্ঘবদ্ধ ডাকাতের দল অস্ত্রশস্ত্র নিয়ে শিপইয়ার্ডে আসে। ওদের ভারী অস্ত্র দেখে ইয়ার্ডের নৈশপ্রহরীরা প্রাণভয়ে নিরাপদ স্থানে চলে যায়। এতে শিপইয়ার্ড থেকে প্রায় তিন টন মূল্যবান তামা নিয়ে যায়। যার বর্তমান বাজারমূল্য ১৬ লাখ টাকা। ডাকাতরা মুখোশ পরা থাকায় কাউকে চিনতে পারিনি। ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত করে সীতাকুণ্ড থানা একটি অভিযোগ দায়ের করি।

তিনি আরও বলেন, নৌপথে এসে শিপইয়ার্ড ডাকাতির ঘটনা এর আগে কখনো ঘটেনি কিন্তু ইদানীং কোনো না কোনো ইয়ার্ডে সঙ্ঘবদ্ধ হয়ে ডাকাতরা হানা দিচ্ছেন, এটা খুবই দুঃখজনক। শিপইয়ার্ড কারখানার জন্য এটি অশনিসংকেত।

কদম রসূল স্টিলের ম্যানেজার সাইফুদ্দিন বলেন, ওরা মুখোশ পরে এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আসে। ডাকাতদের না চেনার কারণে মামলা করিনি।

অপরদিকে সিমনী শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিকিউরিটি ইনচার্জ সুবোধ রায় বলেন, আনসার ও নৈশ প্রহরীরা প্রতিরোধ করার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায়। এখন তো প্রতি রাতেই ডাকাতরা হানা দিচ্ছে।

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লাস অ্যাসোসিয়েশনের (বিএসবিএআরএম) সভাপতি আবু তাহের বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। সংগঠনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

তিনি আরও বলেন, এভাবে নৌপথে আগে কখনো ডাকাতির ঘটনা ঘটেনি।

বিষয়টি সম্পর্কে কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করছি। জনবল সংকট তারপরেও নৌপুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ বলেন, শিপইয়ার্ডে ডাকাতির বিষয়ে দুটি অভিযোগ পেয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং নৌ পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়ের কারণেই কি ভেঙেছিল রাশমিকা-রক্ষিতের বিয়ে?

শেষ টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

নিখোঁজ মাদ্রাসাছাত্র হামদুল্লাহ রাইয়ানের সন্ধান চায় পরিবার

বিস্ফোরক আইনের মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি কর্মীর পাশে পারভেজ মল্লিক

স্বতন্ত্র বেতন স্কেলসহ ১২ দাবি ইউট্যাবের

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

গাজা শান্তি আলোচনা শুরু হচ্ছে কায়রোতে

পাখি শিকারে নিষেধ করায় যুবককে গুলি

তাহলে কি তৃতীয় বারের মতো সংসার ভাঙছে শোয়েব মালিকের?

১০

অষ্টম শ্রেণি পাসেই নিজ এলাকায় কাজের সুযোগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

১১

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

১২

গাজায় কখন যুদ্ধ শেষ হবে, ট্রাম্প কী বলছেন

১৩

‘কোথায় বা কখন আটকানো হতে পারে, তা বলা কঠিন’

১৪

শ্বশুরবাড়িতে যুবককে গলা কেটে হত্যাচেষ্টা, ভুক্তভোগীর মামলা

১৫

বেনামাজি ব্যক্তিকে সাক্ষী রাখলে বিয়ে বৈধ হবে কি?

১৬

বুলবুলের চিঠি বৈধ, বিসিবির নির্বাচন হতে বাধা নেই

১৭

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন উত্তর কোরিয়ার

১৮

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র নস্যাৎ করেছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

কনমেবল ইভল্যুশন লিগ / অতিরিক্ত সময়ে নাটকীয় গোল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ব্রাজিল

২০
X