শুঁটকি পট্টিতে চুরি করতে গিয়েছিল দুই চোর। দোকানির ধাওয়া খেয়ে তারা ঝাঁপ দেয় পাশের একটি ড্রেনে। সেখানেই আটকা পড়ে তারা।
দুজনকে বাঁচাতে ৯৯৯-এ কল দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে স্ল্যাব ভেঙে তাদের উদ্ধার করে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ব্যবসায়িক এলাকা খাতুনগঞ্জের শুঁটকি পট্টিতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত ৬ ফেব্রুয়ারি নগরের চামড়ার গুদাম শুঁটকি পট্টি এলাকা থেকে খোকন নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। এ সময় তিনি জানান, দুই ছিঁচকে চোর দোকানির ধাওয়া খেয়ে ড্রেনে ঝাঁপ দিয়েছে। সেখানে তারা আটকা পড়েছে।
খবর পেয়ে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল সেখানে ছুটে আসে। সবশেষে স্ল্যাব ভেঙে তাদের উদ্ধার করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কালবেলাকে জানান, খবর পেয়ে দুজন শিশুকে উদ্ধার করা হয়েছে। শুনেছি তারা চুরি করতে গিয়ে মানুষের পিটুনি থেকে বাঁচতে ড্রেনে লাফ দিয়েছিল। এখন বিষয়টি পুলিশ দেখভাল করছে।
এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোতোয়ালি থানার ওসি ওবায়দুল হক ফোন রিসিভ করেননি।
তবে পুলিশের এক কর্মকর্তা কালবেলাকে বলেন, যাদের উদ্ধার করা হয়েছিল তারা শিশু। বিষয়টি পুলিশ ফাঁড়ি দেখছে। যতটুকু জানি, উদ্ধার হওয়া শিশু দুটি যে চোর সে ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। তাছাড়া মানবিক বিবেচনায় হয়তো তাদের সাথে কঠোর আচরণ করা হয়নি।
মন্তব্য করুন