বিজিএমইএর পরিচালনা পর্ষদের সঙ্গে শ্রম প্রতিমন্ত্রী আলহাজ নজরুল ইসলাম চৌধুরীর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম সদরঘাট হোটেল শাহজাহান আর্কেডস্থ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক এ এম শফিউল করিম (খোকন) ও এম. এহসানুল হক, নবনির্বাচিত পরিচালক মোহাম্মদ মুসা, আমজাদ হোসেন চৌধুরী, মোহাম্মদ রাকিব আল নাসের, গাজী মো. শহিদ উল্লাহ, মো. আবছার হোসেনসহ বিজিএমইএ’র নেতারা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে পোশাকশিল্পের সার্বিক কল্যাণে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্তব্য করুন