চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ১২:৫১ এএম
অনলাইন সংস্করণ

লুডু খেলার সময় থাপ্পড়, অতঃপর খুন

গ্রেপ্তারকৃত আসামি আরিফ। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত আসামি আরিফ। ছবি : কালবেলা

চট্টগ্রামে লুডু খেলার সময় বাগবিতণ্ডা থেকে থাপ্পড়ের প্রতিশোধ নিতে এক রিকশাচালককে হত্যার অভিযোগ উঠেছে আরেক রিকশাচালক আরিফের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার (১ জুন) রাতে নগরী থেকে তাকে গ্রেপ্তারের পর এ তথ্য দিয়েছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মো. আরিফের বাড়ি ভোলার তমজুদ্দিন উপজেলায়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত বুধবার (২৯ মে) রাতে নগরীর বন্দর থানার কাস্টমস মোড় এলাকায় রিকশাচালক আলমগীরকে হত্যা করা হয়। পরদিন বিকেলে তার লাশ উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৩০ মে রাতে নগরের সল্টগোলা ক্রসিং ফলের দোকানের সামনে থেকে আলমগীরের রিকশায় উঠে আরিফ। রিকশাযোগে নগরের ইসহাক ডিপোতে যাওয়ার পথে নগরের বন্দর থানার কাস্টম ব্রিজের পশ্চিমে রাস্তার ওপর পৌঁছালে রেঞ্জ দিয়ে আলমগীরের মাথার ডান পাশে আঘাত করে আরিফ। এ সময় রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে সে। তখন আলমগীর আরিফকে বাধা দিলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। আরিফ সে সময় আবার রেঞ্জ দিয়ে আলমগীরের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।

তিনি আরও জানান, মানুষজন মৃতদেহটি যেন দেখতে না পায় সেজন্য আরিফ মৃতদেহটি টেনে-হিঁচড়ে আড়ালে রেখে চলে যায়। হত্যায় ব্যবহৃত রেঞ্জটি ঘটনাস্থলের পাশে ফেলে দেয়। এ সময় আলমগীরের ব্যবহৃত ফোন ও রিকশাটি নিয়ে অন্যত্র চলে যায়। রিকশার যন্ত্রাংশ খুলে নগরের খুলশী থানার সর্দার বাহাদুরনগর এলাকার খলিলের স্ক্র‍্যাপের দোকানে কেজি হিসেবে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করে। আরিফের দেওয়া তথ্য মতে স্ক্র‍্যাপের দোকান থেকে রিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। হত্যার কাজে ব্যবহৃত ১টি রেঞ্জ উদ্ধার করা হয়।

বন্দর থানা সূত্র জানায়, খুনের ঘটনায় নিহতের ছেলে মিরাজ বন্দর থানা একটি হত্যা মামলা দায়ের করে।

এ বিষয়ে বন্দর থানার উপ পরিদর্শক কিশোর মজুমদার বলেন, নিহত বৃদ্ধের মোবাইলের সূত্র ধরে ঘটনার রহস্য উদঘাটনের মাধ্যমে আসামিকে গ্রপ্তার করা হয়েছে। লাশ উদ্ধারের পর আমরা যখন পরিচয় নিশ্চিত হই, তখন জানতে পারি যে, আলমগীর ফকির যে রিকশা চালাচ্ছিলেন সেটি এবং তার মোবাইল পাওয়া যাচ্ছে না। তখন আমাদের ধারণা হয় যে, ছিনতাইকারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। পরে আমরা ওই মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আরিফকে শনাক্ত করে তাকে বাসা থেকে গ্রেপ্তার করি। তার কাছেই মোবাইলটি পাওয়া যায়।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আরিফ ঘটনার তারিখে অর্থাৎ গত বুধবার রাতে সল্টগোলা ক্রসিং মোড় থেকে ভিকটিমের রিকশায় উঠছে। সেই রিকশা কাস্টম ব্রিজের দিকে নিয়ে যেতে দেখা যায়। লাশও পাওয়া গেছে কাস্টম ব্রিজের আনুমানিক ১০০ গজ পশ্চিমে। আমরা সেখান থেকে আরিফের তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার রেঞ্জ উদ্ধার করি।

আরিফকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এসআই কিশোর জানান, আলমগীর ফকির ও আরিফ একই গ্যারেজের রিকশা চালাত। সে কারণে তাদের মধ্যে সখ্য ছিল। কয়েকদিন আগে গ্যারেজে বসে দুজন মোবাইল অ্যাপসে লুডু খেলছিল। তখন তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আলমগীর আরিফকে থাপ্পড় মারে। এরপর আরিফ শুধু সুযোগ খুঁজছিল কখন প্রতিশোধ নেওয়া যায়। হত্যার পরিকল্পনা করে সে গ্যারেজ থেকে নিয়ে একটি রেঞ্জ নিজের কাছে রাখে। রোববার বিকেলে আরিফকে আদালতে হাজির করা হয়। খুনের দায় স্বীকার করে আরিফ আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানান এসআই কিশোর ।

গত বুধবার (২৯ মে) গভীর রাতে নগরীর বন্দর থানার কাস্টমস মোড় থেকে ইসহাক ডিপোর মাঝামাঝি কাস্টমস ব্রিজের পশ্চিমে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ মো. আরিফের (২৮) নামে ওই যুবককে আটক করেছে। নিহত বৃদ্ধের নাম আলমগীর ফকিরের (৬৫)। তারা দুজনই পেশায় রিকশা চালক। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি কালবেলাকে বলেন, গত ৩০ মে রাতে নগরের সল্টগোলা ক্রসিং ফলের দোকানের সামনে থেকে আলমগীরের রিকশায় উঠে আরিফ। রিকশাযোগে নগরের ইসহাক ডিপোতে যাওয়ার পথে নগরের বন্দর থানার কাস্টম ব্রিজের পশ্চিমে রাস্তার উপর পৌঁছালে আলমগীরকে আরিফের সঙ্গে থাকা ১টি রেঞ্চে দিয়ে আলমগীরের মাথার ডান পাশে আঘাত করে। এসময় রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে আরিফ। তখন আলমগীর আরিফকে বাধা দিলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। আরিফ পুনরায় রেঞ্চে দিয়ে আলমগীরের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।

তিনি আরও জানান, মানুষজন মৃতদেহটি যাতে না দেখে সেজন্য আরিফ মৃতদেহটি টেনেহিঁচড়ে একটু আড়ালে রেখে চলে যায়। হত্যায় ব্যবহৃত রেঞ্চটি ঘটনাস্থলের পাশে ফেলে দেয়। আলমগীরের ব্যবহৃত ফিচার ফোন ও রিকশাটি নিয়ে অন্যত্র চলে যায়। রিকশার যন্ত্রাংশ খুলে নগরের খুলশী থানার সর্দার বাহাদুরনগর এলাকার খলিলের স্ক্র‍্যাপের দোকানে কেজি হিসেবে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করে। আরিফের দেওয়া তথ্য মতে স্ক্র‍্যাপের দোকান থেকে রিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। হত্যার কাজে ব্যবহৃত ১টি রেঞ্চ উদ্ধার করা হয়।

বন্দর থানা সুত্র জানায়, খুনের ঘটনায় নিহতের ছেলে মিরাজ বন্দর থানা একটি হত্যা মামলা দায়ের করে।

এ বিষয়ে বন্দর থানার উপি-পরিদর্শক কিশোর মজুমদার কালবেলাকে বলেন, নিহত বৃদ্ধের মোবাইলের সুত্র ধরে ঘটনার রহস্য উদঘাটনের মাধ্যমে আসামিকে গ্রপ্তার করা হয়েছে। লাশ উদ্ধারের পর আমরা যখন পরিচয় নিশ্চিত হই, তখন জানতে পারি যে, আলমগীর ফকির যে রিকশা চালাচ্ছিলেন সেটি এবং তার মোবাইল পাওয়া যাচ্ছে না। তখন আমাদের ধারণা হয় যে, ছিনতাইকারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। পরে আমরা ওই মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আরিফকে শনাক্ত করে তাকে বাসা থেকে গ্রেফতার করি। তার কাছেই মোবাইলটি পাওয়া যায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আরিফ ঘটনার তারিখে অর্থাৎ গত বুধবার রাতে সল্টগোলা ক্রসিং মোড় থেকে ভিকটিমের রিকশায় উঠছে। সেই রিকশা কাস্টম ব্রিজের দিকে নিয়ে যেতে দেখা যায়। লাশও পাওয়া গেছে কাস্টম ব্রিজের আনুমানিক ১০০ গজ পশ্চিমে। আমরা সেখান থেকে আরিফের তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার রেঞ্জ উদ্ধার করি।

আরিফকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এসআই কিশোর বলেন, আলমগীর ফকির ও আরিফ একই গ্যারেজের রিকশা চালাতেন। সে কারণে তাদের মধ্যে সখ্য ছিল। কয়েকদিন আগে গ্যারেজে বসে দুজন মোবাইল অ্যাপসে লুডু খেলছিলেন। তখন তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আলমগীর আরিফকে থাপ্পড় মারে। এরপর আরিফ শুধু সুযোগ খুঁজছিলেন কখন প্রতিশোধ নেওয়া যায়। হত্যার পরিকল্পনা করে সে গ্যারেজ থেকে নিয়ে একটি রেঞ্জ নিজের কাছে রাখে। আরিফকে নগরের বন্দর থানার ধুপপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে নিহত আলমগীরের ব্যবহৃত মোবাইল সেটটি উদ্ধার করা হয়। রোববার বিকেলে আরিফকে আদালতে হাজির করা হয়। খুনের দায় স্বীকার করে আরিফ আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানান এসআই কিশোর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ হিন্দু সম্প্রদায়ের আবেগ নিয়ে রাজনীতি করেছে : আমান

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে : নজরুল ইসলাম

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

নারীসহ দুজনকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রচার, চাঁদা দাবি

পুলিশকে কামড়ে পালানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ভূমিকম্পে ঢাকায় কোন এলাকা নিরাপদ, ‘ব্লাইন্ড ফল্ট’ কোথায়

চার বছর পর ফিরল শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ

ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

চাঁদপুরের বাণিজ্য সম্ভাবনা ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পুলিশ আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয় : শাহজাহান চৌধুরী

১০

সমাধান ছাড়াই শেষ হলো ববি ও বিএম কলেজের আলোচনা

১১

দেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হবে না : সেলিমুজ্জামান

১২

আটকে গেল ১৩ শিক্ষার্থীর জজ হওয়ার স্বপ্ন

১৩

যৌন হয়রানীর অভিযোগে মামলা করলেন শুটার রত্না

১৪

মাতৃমৃত্যুর ৫৫ শতাংশই হয় প্রসব পরবর্তী ২৪ ঘণ্টায়

১৫

মজলুম থেকে জালিম হইয়েন না : আসিফ মাহমুদ

১৬

ইসলামিসহ কয়েকটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে : আমিনুল হক

১৭

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াল শ্রীলঙ্কা দল

১৮

দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল / খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটময়’

১৯

বিএনপির আরেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

২০
X