সেন্ট স্কলাসটিকা বালিকা বিদ্যালয়ের চট্টগ্রাম শাখায় এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ওই প্রতিষ্ঠানের দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানায় বাদী হয়ে এই মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।
অভিযুক্তরা শিক্ষকরা হলেন- রকিব উদ্দিন (৩৫) ও সুরজিত পাল (৩৩)। রাকিব উদ্দিন চতুর্থ শ্রেণির বিজ্ঞান শিক্ষক এবং সুরজিত পাল পঞ্চম শ্রেণির শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী বলেন, ‘ভুক্তভোগীর মা শিক্ষকদের আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ মামলাটি তদন্ত করবে। শিক্ষার্থীর মা অভিযোগের সঙ্গে কিছু স্ক্রিনশটও জমা দিয়েছেন।’
ভুক্তভোগীর মায়ের অভিযোগ, ২০২৩ সাল থেকে তার মেয়ের ওপর স্কুলে যৌন নিপীড়ন চলছিল। সর্বশেষ গত রোববার টিফিনের সময় সে যৌন নিপীড়নের শিকার হয় বলে জানিয়েছে। আমার মেয়ে প্রতিদিনের রোববার সকাল ৮টায় পাথরঘাটা সেন্ট স্কলাস্টিকাস্ বালিকা বিদ্যালয়ে যায়। সকাল ১০টা ১০ মিনিটের সময় স্কুলের টিফিন বিরতি দেয়। তখন আমার মেয়ে বাথরুমে যাওয়ার সময় মো. রকিব উদ্দিন ও সুরজিত পাল আমার মেয়েকে কৌশলে বিদ্যালয়ের ৬ষ্ঠ তলার বাথরুমের পাশে নিয়ে যায়। তখন তারা আমার মেয়ের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। তাদের আচরণে আমার মেয়ে ভীত হইয়া ডাক-চিৎকার করার চেষ্টা করে। কিন্তু তারা এই ঘটনার বিষয়টি কাউকে না জানাতে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। পরে কৌশলে ঘটনাস্থল থেকে চলে আসে আমার মেয়ে। সে ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। কিন্তু সেদিন সে ছুটি শেষে বাড়ি ফিরে কান্নাকাটি করে। পরে কান্নার বিষয়ে জানতে চাইলে বিস্তারিত জানায়।
এ ব্যাপারে বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, ওই স্কুলে শিক্ষার্থীদের ওপর যৌন হয়রানির ঘটনা আগেও ঘটেছিল। কিন্তু শিক্ষার্থীদের কথা ভেবে এ ব্যাপারে কেউ অভিযোগ তোলেননি।
অভিযোগের ব্যাপারে স্কুলের অধ্যক্ষ শিল্পী সেলিন কস্তা এবং অভিযুক্ত শিক্ষক রকিব উদ্দিনকে তাদের বক্তব্য জানতে ফোন করা হলেও তারা ফোন ধরেননি।
মন্তব্য করুন