কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভবিষ্যৎকে সামনে রেখে নগদকে গড়ে তোলার কাজ করা হচ্ছে

নগদের লোগো। ছবি : কালবেলা
নগদের লোগো। ছবি : কালবেলা

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদকে আগামী বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক এবং তার দল। বর্তমানে নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদ এবং প্রশাসক দলের সরাসরি তত্ত্বাবধানে নগদ পরিচালিত হচ্ছে। ফলে নগদের বর্তমান লেনদেন সর্বোচ্চ নিরাপদ। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট প্রতিটি নীতিমালা এবং বিধিবিধান মেনেই নগদ পরিচালিত হচ্ছে। একই সঙ্গে নগদের পূর্বাপর সব বিষয়ে তদন্ত হচ্ছে, যা প্রতিষ্ঠানটিকে পরিশুদ্ধ করে গড়ে তুলতে সহায়তা করবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নগদ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেনে পাঠানো এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নগদের সাড়ে নয় কোটি গ্রাহকের আস্থাকে পুঁজি করে নগদ বাংলাদেশের বিশাল সংখ্যক গ্রাহকের পছন্দের একটি আর্থিক প্রতিষ্ঠান এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। নগদের এই সেবাকে আরও উন্নত এবং আন্তর্জাতিক মানের করতে চায় বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক। সে লক্ষ্যেই কাজ করছেন নগদে নিযুক্ত প্রশাসক এবং তার অন্য সহকর্মীরা।

অতীতে নগদের কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে নগদ কর্তৃপক্ষ মনে করে, আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন সংক্রান্ত স্বচ্ছতা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি একটি বিষয়। আর সেটিই করে যাওয়ার চেষ্টা করছে বর্তমান প্রশাসক এবং তার দল। একই সঙ্গে তারা গ্রাহকদের উদ্বিগ্ন না হয়ে নিশ্চিন্তে নগদে লেনদেন করার জন্য অনুরোধ করেন।

অতীতে কি ঘটেছে সেটি যথাযথ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আর তার ওপর ভিত্তি করেই পরিশুদ্ধ নগদ গড়ে উঠবে। নগদ এখন বাংলাদেশ ব্যাংকের সরাসরি তদারকিতে আছে। বাংলাদেশ ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান হিসেবে এখানে গ্রাহকের প্রতিটি টাকা নিরাপদ। ফলে নগদে লেনদেন করায় বা নগদের সাথে থাকায় কোনো সংকোচের কিছু নেই। আগে যাই হয়ে থাকুক, নগদ এখন আরও উন্নত সেবা এবং অধিকতর নিশ্চয়তা নিয়ে এগিয়ে যাচ্ছে।

গত কয়েক মাসে প্রতিদিন বিপুল সংখ্যাক গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছে। নগদের দৈনিক লেনদেন এখন আগের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে। ফলে নগদ এখন গ্রাহকের আরও পছন্দের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, নগদ কেবল বাংলাদেশের সেরা মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস হবে না; এটি বিশ্বমানের একটি আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে। বিশ্বসেরা প্রযুক্তি ও সেবা দিয়ে নগদকে সাজানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর সেই লক্ষ্যেই নগদ নিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার

১০০০ গোলের মাইলফলক থেকে মাত্র ৪০ গোল দূরে রোনালদো

নাটোর-২ আসনের জনগণ বিপুল ভোটে বিজয়ী করবে: দুলু

পাকিস্তানে মার্কেটে আগুন, এক দোকানেই মিলল ৩০ মরদেহ

পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ 

৬০ পেরিয়ে নতুন প্রেমিকা নিয়ে মুখ খুললেন আমির

ভাইবোনের উপহারে ছাড় দিলেও শ্বশুরবাড়ির উপহারে দিতে হবে কর

কানায় কানায় পূর্ণ আলিয়া মাদ্রাসার মাঠ

৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ

জব্দকৃত ১০৩ মণ জাটকা গেল এতিমখানায়

১০

ক্লাস চলাকালীন জবি ক্যাম্পাসে মাইক ও খেলাধুলা নিষিদ্ধ

১১

রক্তচাপ কমাতে সাহায্য করে যে ৮ খাবার

১২

বিয়ে করেছেন শাকিব-মান্নার নায়িকা

১৩

আপনার শিশুকে সবজি খাওয়ানোর সহজ কিছু উপায়

১৪

‘সব প্রশ্নের উত্তর দিতে নেই’—মা হওয়ার গুঞ্জনে কি শাকিবের পথেই হাঁটছেন বুবলী

১৫

নিজেকে ‘এমএলএ ফাটাকেষ্ট’ বললেন এমপি প্রার্থী

১৬

স্বতন্ত্রে দাঁড়িয়ে বিপদে বিএনপি নেতা

১৭

সিলেটে বিএনপির জনসভা শুরু

১৮

ঢাকা-১৬ আসন / মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুলের

১৯

সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় ১১ সেনা নিহত

২০
X