কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সিআরপি এবং মেন্টরস’ এডুকেশনের সমঝোতা স্মারক সই

সিআরপি এবং মেন্টরস’ এডুকেশনের সমঝোতা স্মারক সই। ছবি : সংগৃহীত
সিআরপি এবং মেন্টরস’ এডুকেশনের সমঝোতা স্মারক সই। ছবি : সংগৃহীত

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র বা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিআরপি)-এর কর্মীদের ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করবে মেন্টরস’ এডুকেশন লিমিটেড। সম্প্রতি এ মর্মে একটি সমঝোতা স্মারকে সই করে প্রতিষ্ঠান দুটি। উদ্যোগটিতে মেন্টরস’ এডুকেশনকে সার্বিকভাবে সহায়তা করবে ব্রিটিশ কাউন্সিল।

স্মারকে সিআরপির পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব হোসেন। মেন্টরস’ এডুকেশনের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান নির্বাহী অনিন্দ্য চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর এবং ব্রিটিশ কাউন্সিলের এক্সামস ডিরেক্টর বাংলাদেশ ম্যাক্সিম রেইম্যান।

অনুষ্ঠানে নিজ বক্তব্যে ভ্যালেরি টেইলর এবং ড. মোহাম্মদ সোহরাব হোসেন উদ্যোগটি গ্রহণের জন্য মেন্টরস’ এডুকেশন এবং ব্রিটিশ কাউন্সিলের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যদিকে অনিন্দ্য চৌধুরী এবং ম্যাক্সিম রেইম্যান নিজ কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য সহায়তাকারী হিসেবে নিজ নিজ প্রতিষ্ঠানসমূহকে মনোনীত করবার জন্য সিআরপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতি বছর প্রায় এক লাখ পক্ষাঘাতগ্রস্ত মানুষের পুনর্বাসনে পূর্ণ সহায়তা প্রদান করে থাকে সিআরপি। কর্মীদের নিজেদের মধ্যে এবং দেশি-বিদেশি বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পেলে সেবার উচ্চমান আরো উন্নত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সিআরপির জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে মেন্টরস’ দেশের হাজারো শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষা, স্ট্যান্ডার্ডাইজড টেস্টের জন্য প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিসহ বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করে আসছে। বিভিন্ন বয়সের শিক্ষার্থী এবং পেশাজীবীদের জন্য মেন্টরস’ এডুকেশনে রয়েছে উপযুক্ত কোর্স।

২০০৭ সালে মেন্টরস’ স্টাডি এব্রোডের কার্যক্রম চালু করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, মালয়েশিয়া, জাপান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে মোট ১৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা প্রদান করছে মেন্টরস' স্টাডি এব্রোড।

প্রতি বছর হাজারো শিক্ষার্থীর ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে থাকে মেন্টরস’ এডুকেশন লিমিটেড। ঢাকায় ৭টি ব্রাঞ্চ এবং ঢাকার বাইরে আরও ৭টি ব্রাঞ্চ নিয়ে সারা দেশে মোট ১৪টি শাখা রয়েছে মেন্টরস’-এর।

ক্যাম্পাসে বিভিন্ন কোর্স এবং বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা ছাড়াও মেন্টরস’ লার্নিং নামে মেন্টরস’-এর একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কোর্স করবার সুযোগ পেয়ে যাবে।

এছাড়া ১৯৭৯ সালে ব্রিটিশ ফিজিওথেরাপিস্ট ভ্যালেরি অ্যান টেইলর সিআরপি প্রতিষ্ঠা করেন; যা বর্তমানে ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটশন অব দি প্যারালাইজড (টিআরপি) এর মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এটি অলাভজনক এবং বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ধনী-গরীব নির্বিশেষে মেরুরজ্জুতে আঘাত, স্নায়বিক ও অস্থিহাড়-সংক্রান্ত সমস্যাযুক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করে থাকে। ঢাকার মিরপুর, সাভার ও মানিকগঞ্জ; সিলেট ও মৌলভীবাজার এবং চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহে অবস্থিত ৯টি কেন্দ্রে স্বাস্থ্য সেবাসহ মেডিকেল কেয়ার, নার্সিং, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির পাশাপাশি প্রস্থেটিকস ও অর্থোটিক্স বিভাগের মাধ্যমে কৃত্রিম হাত-পা তৈরি ও সংযোজন সেবা এবং মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল / ‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই’

উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী

মা-মেয়েকে কেন খুন করলেন, জানালেন গৃহকর্মী আয়েশা

গৃহকর্মী রাখার আগে যে ৬ বিষয় জানা জরুরি

জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা

বিএনপি মুক্তিযুদ্ধের দল : দুলু

সীমান্তে চীন-রাশিয়ার যুদ্ধবিমানের দাপট, কী করবে জাপান

১৩ মাস পর ৬ জেলের কারামুক্তি, আবেগাপ্লুত স্বজনরা

আটা-ময়দা ফর্টিফিকেশন : অনুপুষ্টির অভাব দূরীকরণের এক সময়োপযোগী পদক্ষেপ

মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি

১০

বিপিএল : আরও এক বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াল ঢাকা

১১

ট্রেনে কাটা নয়, পরিকল্পিত হত্যা

১২

পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

১৩

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন বৃহস্পতিবার

১৪

ব্রাকসু নির্বাচনের তপশিল ফের স্থগিত

১৫

বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা

১৬

চট্টগ্রামে ৯ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, রাউজানে মহিউদ্দিন জিলানী

১৭

ড্রেসিং করা হাঁস-মুরগি খাওয়া কি জায়েজ? যা বলছে ইসলাম

১৮

ফুটবলে সবকিছুই দ্রুত পরিবর্তন হয় : জাবি আলোনসো

১৯

তপশিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে : ইসি সচিব

২০
X