আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে ‘লেট’স টক উইথ দ্য ইইউ অ্যাম্বাসেডর’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের প্রধান জনাব মাইকেল মিলার।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ‘পরিবর্তনশীল বিশ্বে ইইউ-বাংলাদেশ সম্পর্ক: অংশীদারিত্ব ও অগ্রগতিতে তরুণদের দৃষ্টিভঙ্গি’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে এআইইউবি-এর তরুণ শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় এআইইউবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং তরুণ শিক্ষক-শিক্ষিকারা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।
গোলটেবিল আলোচনায় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশবান্ধব উদ্যোগ, সুশাসন, গণতন্ত্র ও মানবাধিকার, বৈশ্বিক নিরাপত্তা এবং সমসাময়িক চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশস্থ টিভিইটি এবং ইরাসমাস+ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মিস জুই চাকমা, যিনি ইরাসমাস+ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা তুলে ধরেন।
এছাড়াও ইইউ প্রতিনিধি দল ও এআইইউবি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিস নাদিয়া আনোয়ার, ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন, ট্রাস্টি বোর্ডের সদস্য মিস শানিয়া মাহিয়া আবেদীন, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, সহকারী ডিন, পরিচালকরাসহ অন্যান্য কর্মকর্তারা।
রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে অনুষ্ঠিত আনুষ্ঠানিক বৈঠকে এআইইউবি এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ইরাসমাস+, হরাইজন ইউরোপ এবং জিন মনেট প্রোগ্রামগুলোতে অংশগ্রহণের মাধ্যমে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথভাবে জলবায়ু বিষয়ক গবেষণায় সহযোগিতা, এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক জোরদার করা।
এ অনুষ্ঠানটি এআইইউবির বৈশ্বিক একাডেমিক সম্পর্ক উন্নয়ন এবং আন্তর্জাতিক নীতিনির্ধারণ ও সহযোগিতায় তরুণ সমাজকে সম্পৃক্ত করার প্রতিশ্রুতি তুলে ধরে। অনুষ্ঠানে এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাব রাষ্ট্রদূতের সম্মানে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
মন্তব্য করুন