আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এআইইউবি চ্যাম্পিয়নস লিগ (এসিএল) ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (০৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মঞ্জুর এইচ খান; ড. জিয়ারত এইচ খান, ডেপুটি ডিরেক্টর, স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার; আবু মিয়া আকন্দ তুহিন, প্রধান জনসংযোগ কর্মকর্তা এবং মো. জয়নাল আবেদিন, সমন্বয়ক, অফিস অব স্পোর্টস। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।
নাদিয়া আনোয়ার তার উদ্বোধনী বক্তব্যে বলেন, এআইইউবি চ্যাম্পিয়ন্স লিগ কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের দলগত চেতনা ও খেলাধুলার মনোভাব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
তিনি অফিস অব স্পোর্টস, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী দলগুলোকে আন্তরিক ধন্যবাদ জানান।
এবারের আসরে অংশ নিচ্ছে এআইইউবির বিভিন্ন বিভাগের মোট ৩২টি দল। এআইইউবি চ্যাম্পিয়নস লিগ (এসিএল) ২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫।
মন্তব্য করুন