কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইউনিভার্সিটির ইন্ট্রা লিগ্যাল ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘লিগ্যাল লিজেন্ড’ দল

বাংলাদেশ ইউনিভার্সিটির ইন্ট্রা লিগ্যাল ডিবেটে প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি : সৌজন্য
বাংলাদেশ ইউনিভার্সিটির ইন্ট্রা লিগ্যাল ডিবেটে প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি : সৌজন্য

বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আয়োজিত প্রথম ইন্ট্রা লিগ্যাল ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ৫৩তম ব্যাচের ‘লিগ্যাল লিজেন্ড’ ডিবেট দল।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তারা একই বিভাগের ৫৪তম ব্যাচের ‘ইরিপ্রোচেবল’ দলকে পরাজিত করে এ সম্মান অর্জন করে।

চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের যুক্তি, বিশ্লেষণ ও আইনি দক্ষতার ভিত্তিতে বিচার কার্য সম্পন্ন হয়। বিজ্ঞ বিচারকমণ্ডলী নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে বিজয়ী দলের নাম ঘোষণা করেন।

ফাইনাল বিতর্কে বিতার্কিকদের মধ্যে বিশেষ ভূমিকা পালন করেন মুনতাসির রাব্বি, যিনি প্রাঞ্জল ও তথ্যমূলক বক্তব্যের মাধ্যমে প্রতিপক্ষের যুক্তিগুলোর সুক্ষ্ম বিশ্লেষণ ও সমালোচনা করে ডিবেটার অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। এছাড়াও সম্পূর্ণ প্রতিযোগিতায় অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সাদিয়া আক্তার মিম ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন। তিনি যুক্তি উপস্থাপন ও কৌশলগত দক্ষতায় বিচারকদের মনোযোগ কাড়েন।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ব্রি. জে. (অব.) মাহাবুবুল হক।

তিনি বলেন, আইনশাস্ত্রের শিক্ষার্থীদের মধ্যে যুক্তি, বিশ্লেষণ ও বক্তব্য উপস্থাপনার দক্ষতা গড়ে তুলতে বিতর্কের বিকল্প নেই। এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আইনি বিশ্লেষণী চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি বিজয়ী ও অংশগ্রহণকারী সব দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক হুমায়ুন কবীর এবং ব্যবসা প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর তাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, উর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আল-আমিন হোসাইন, হেড অব চেম্বার, দ্য ডিফেন্স কাউন্সিল, মোল্লাহ মো. আশরাফ আল ইমরান, প্রভাষক, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, মিস রিচিতা আকতার, প্রভাষক, নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ, অ্যাডভোকেট কে এম নাসির উদ্দিন, অ্যাসোসিয়েট, লিগাল পয়েন্ট।

উল্লেখ্য, গত ২৩ মে থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের বিভিন্ন ব্যাচের মোট ১২টি দল অংশগ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও সেরা ব্রাজিল, কলম্বিয়াকে হারিয়ে জিতল টানা তৃতীয় শিরোপা

দুদিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের পেজটি গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট

সরকারি ইজারাবিহীন বালুমহালে মোবাইল কোর্টের হানা

পর্দায় শুভশ্রীর সঙ্গে নিজেকে দেখে অশ্রুসিক্ত দেব

মার্কিন শুল্কে কঠোর অবস্থানে মোদি

‎নামাজ শেষে বেরিয়ে সড়কে গেল জামায়াত নেতার প্রাণ

মারা গেছেন কেজিএফের জনপ্রিয় অভিনেতা

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ

১০

নেদারল্যান্ডসের চমক, বাংলাদেশ সফরের আগে বদলে ফেলল স্কোয়াড

১১

ঢাকার ব্যস্ততম দুই সড়ক অবরোধ

১২

রিজার্ভ চুরি মামলা  / ৮৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন

১৩

সেই টাইসনকে খুঁজে পাওয়া যাচ্ছে না  

১৪

ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কী খাবেন, কী খাবেন না

১৫

চারটি করে আসন চান মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের প্রতিনিধিরা

১৬

ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা নেবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট

১৮

আড়াই মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

১৯

জাতীয় দলের সাবেক খেলোয়াড় মাদক ও অস্ত্রসহ আটক

২০
X