ক্রিকেট ফ্যানের এই দেশে এশিয়া কাপ-২০২৩ নিয়ে চারদিকে যে উন্মাদনা চলছে তার ছোঁয়া লেগেছে বাংলাদেশের প্রথম সোশ্যাল কমার্স প্ল্যাটফর্ম ফ্যানফেয়ারের ব্যবহারকারীদের মধ্যে। বাংলাদেশ কেমন খেলবে বা কোন দেশ হবে এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল এমন নানা মতামত নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক।
এশিয়া কাপ নিয়ে ফ্যানফেয়ারে শুরু হয়েছে নতুন ২টি সেগমেন্ট- লাইভ স্কোর ও প্রেডিকশন কনটেস্ট। ম্যাচ চলাকালে লাইভ স্কোর ও স্কোর সম্পর্কিত অন্যান্য তথ্য দেখতে পারবেন যে কোনো ব্যবহারকারী। আর ম্যাচ, রান, উইকেট বা ম্যান অব দ্য ম্যাচের প্রেডিকশন কন্টেস্টে অংশগ্রহণ করলেই থাকছে ফ্রি পয়েন্টস। শুধু তাই নয়, পুরো সিরিজের টপ প্রেডিক্টর হয়ে জিতে নিতে পারেন টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন ও ব্লেন্ডারসহ ৫০টি পুরস্কার। খব সহজেই যে কেউ ফ্যানফেয়ার অ্যাপ ডাউনলোড করে অংশগ্রহণ করতে পারবেন এই কন্টেস্টে।
ফ্যানফেয়ার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে রয়েছে প্রায় দশ লাখ ব্যবহারকারী আর তারা শেয়ার করছেন তাদের লাইফস্টাইলের টুকরো টুকরো ভিডিও। প্রতিদিনের শেয়ার করা কোয়ালিটি ভিডিও থেকে আর্ন করা যাচ্ছে পয়েন্টস। আর এই পয়েন্টস ব্যবহার করে অ্যাপের শপ সেগমেন্ট থেকে ইউজাররা ৮০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট নিয়ে শপিং করতে পারবেন।
তা ছাড়া এখানে ব্যবহারকারীদের বন্ধু বানানো, চ্যাট ও বিনোদনের পাশাপাশি সুযোগ রয়েছে বিভিন্ন কন্টেস্টে অংশগ্রহণ করার। কন্টেস্টের বিজয়ী হয়ে ব্যবহারকারীরা প্রতিনিয়ত জিতে নিচ্ছেন পয়েন্টস, টিভি, ফ্রিজ, গিটার বা বুফে ডিনারের মতো গিফটস।
মন্তব্য করুন