মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মি. ডি আই ওয়াই বাংলাদেশের বাজারে তাদের অষ্টম স্টোর উদ্বোধন করেছে। নতুন এই আউটলেটটি অবস্থিত বনানী রোড ১১, হাউস ১০৬। বুধবার (২২ অক্টোবর) এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী, যিনি মি. ডি আই ওয়াই-এর কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্টোরটির উদ্বোধন করেন। মি. ডি আই ওয়াই উপস্থিত ছিলেন হেড অব অপারেশনস সাইয়েদ নূর আনোয়ার, ফাইন্যান্স ম্যানেজার মো. নাসিম আহমেদ, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান, এইচআর ম্যানেজার মো. শাহিন মোল্লা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. নাজির হোসেন এবং মার্কেটিং ম্যানেজার রাহাত নাবি।
মি. ডি আই ওয়াই-এর কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে ক্রমাগত সম্প্রসারণ এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। উদ্বোধনী অনুষ্ঠানে তারা পুনরায় উল্লেখ করেন, ব্র্যান্ডটি সবসময় তাদের মূলমন্ত্রে অটল —‘Quality, affordable prices and a wide variety- a reliable one-stop destination for all your needs.’
নতুন বনানী স্টোর রয়েছে ১০টি প্রধান ক্যাটাগরির ১০ হাজারের বেশি পণ্য, যার মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ এক্সেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা সামগ্রী, উপহার, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ এবং গয়না ও কসমেটিক্স। এতে করে পরিবারের প্রতিটি সদস্যের জন্য কিছু না কিছু পাওয়া যাবে; এক সম্পূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করছে মি. ডি আই ওয়াই।
এদিকে উদ্বোধন উপলক্ষে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে বিশেষ অফার ও উপহার কার্যক্রম। ১ হাজার বা তার বেশি কেনাকাটা করলে ক্রেতারা পাবেন একটি মি. ডি আই ওয়াই ছাতা এবং যে কোনো কেনাকাটাতে পাচ্ছেন মি. ডি আই ওয়াই এর শপিং ব্যাগ। পাশাপাশি থাকছে ‘MR.DIY Top Fan Campaign’-এ অংশ নিয়ে এক্সক্লুসিভ পুরস্কার জয়ের সুযোগ।
উল্লেখ্য, ২০০৫ সালে মালয়েশিয়ায় যাত্রা শুরু করা মি. ডি আই ওয়াই বর্তমানে বিশ্বজুড়ে ৫ হাজারেরও বেশি আউটলেট পরিচালনা করছে, যার মধ্যে রয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর, ব্রুনাই, ভারত, তুরস্ক, স্পেন, দক্ষিণ আফ্রিকা এবং আরও বহু দেশ।
বাংলাদেশে ব্র্যান্ডটি প্রথম দুটি স্টোর উদ্বোধন করে ২০২৪ সালের এপ্রিল মাসে, উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার ও যমুনা ফিউচার পার্কে। পরবর্তীতে মি. ডি আই ওয়াই স্টোর বিস্তার করে মিরপুর, ধানমন্ডি, শান্তিনগর, মোহাম্মদপুর এবং চট্টগ্রামের বালি আর্কেডে। নতুন বনানী স্টোর উদ্বোধনের মাধ্যমে মি. ডি আই ওয়াই বাংলাদেশের গ্রাহকদের আরও কাছে তাদের সাশ্রয়ী ও মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল।
মন্তব্য করুন