ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহ বিবেচনায় রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বছরের সবচেয়ে বড় সনি পণ্যের প্রদর্শনী সনি এক্সপো ২০২৫-এর মেয়াদ বাড়ল দুই দিন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সনি-স্মার্টের জনসংযোগ প্রতিষ্ঠান উইন্ডো মিডিয়া লিমিটেড।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সনি-স্মার্টের উদ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুক্রবার সকাল থেকে চলছে জাপানের সনি পণ্যের প্রদর্শনী। শুক্র ও শনিবার দুদিন মেলায় দর্শনার্থী ও ক্রেতার ছিল উপচে পড়া ভিড়, অনেকেই এক্সপোর সময়সীমা বাড়ানোর দাবি করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার রাত পর্যন্ত এক্সপো চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সনি-স্মার্ট কর্তৃপক্ষ। তাই শুক্রবার সকাল থেকে শুরু হওয়া সনি এক্সপো ২০২৫ চলবে সোমবার রাত পর্যন্ত। প্রতিদিন খোলা থাকছে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। সনি এক্সপো ২০২৫ সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকছে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারজাত হওয়া সনির সকল সর্বশেষ মডেলের টিভি– ব্রাভিয়া ফাইভ, ব্রাভিয়া টু মার্ক টু, কিউ-ডি ওলেড এইট মার্ক টু, সাউন্ড বার– ব্রাভিয়া থিয়েটার সিস্টেম সিক্স, ব্রাভিয়া থিয়েটার বার সিক্স, সাউন্ড সিস্টেম– আল্ট ফিল্ড থ্রি, ফিল্ড ফাইভ ও আল্ট মাইক এবং নতুন মডেলের এএনসেভেন নেকবেন্ড হেডফোন এর প্রদর্শনী, এক্সপেরিয়েন্স এবং ক্রয়ের বিশেষ সুযোগ। এই মেলা থেকে পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন সবচেয়ে সুলভ মূল্য, সাথে লেটেস্ট মডেলের সাউন্ড সিস্টেম– বার সিক্স, লেটেস্ট মডেলের হেডফোন– এএনসেভেন নেকবেন্ড, স্মার্ট অ্যান্ড্রয়েড এয়ার মাউসসহ বাহারি উপহার জেতার সুযোগ।
সনি পণ্যের প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বিপণনকারী প্রতিষ্ঠান সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে।
উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। দেশের বাজারে বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনির ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
সর্বদা জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সাথে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশনের নিশ্চয়তা প্রদান করে এরই মধ্যে দেশের ইলেকট্রনিকস ক্রেতাদের অন্যতম একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে সনি-স্মার্ট। বর্তমানে সারা দেশে ৩০টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।
মন্তব্য করুন