বিশিষ্ট সাংবাদিক এ ইউ এম ফখরুদ্দীনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল (২৪ অক্টোবর) পালিত হবে।
১৯৫৮ সালে ‘কচি কাঁচার আসর’-এর আহ্বায়ক হিসেবে সাংবাদিকতা জীবনের সূচনা করেন ফখরুদ্দিন। তিনি তৎকালীন দৈনিক দ্য পাকিস্তান অবজারভার এবং দ্য মর্নিং নিউজ পত্রিকায় অসংখ্য প্রবন্ধ লিখেছিলেন। পরবর্তীতে তিনি দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
এছাড়া, ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি লন্ডনের দ্য ডেইলি মিরর-এর সংবাদদাতা ছিলেন।
শেক্সপিয়ারের ‘সনেট’-এর বাংলা অনুবাদ তার স্নাতক ডিগ্রি সম্পন্ন করার আগেই প্রকাশিত হয়। খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক ও লেখক জন পিলজার তাঁর বিখ্যাত বই Heroes-এ ফখরুদ্দিন সম্পর্কে প্রায় তিন পৃষ্ঠা উৎসর্গ করেছিলেন, যেখানে তার একটি ছবিও সংযুক্ত ছিল। সমসাময়িক বিশ্বঘটনার প্রত্যক্ষ বিবরণ এই বইয়ে তুলে ধরা হয়েছে। বইটি প্রথম প্রকাশিত হয় লন্ডনের জনাথন কেপ থেকে ১৯৮৬ সালে এবং পরে প্যান বুকস লিমিটেড, লন্ডন থেকে ১৯৮৯ সালে।
১৯৭২ সালে তার লেখা দেশপ্রেমমূলক গান ‘ও আমার বাংলা মা, তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে’ রেকর্ড করা হয়, যা দেশে ও বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীতে তিনি সাপ্তাহিক হলিডে পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবনে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রবীণ এই সাংবাদিক ২০২০ সালের ২৪ অক্টোবর ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন।
মন্তব্য করুন