খাগড়াছড়িতে মাটিরাঙ্গায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ৯ মাসে ১৯ কোটি ৫৫ লাখ টাকার অবৈধ চোরাচালান মালামাল জব্দ ও ২৭ জনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গার যামিনীপাড়া ২৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালেদ ইবনে হোসেন জানান, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের ৫৪০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা, চোরাচালান দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করছে। রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত অঞ্চলে অভিযান, নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে।
তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ৯টি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড গুলি, ১ হাজার বোতল বিদেশি মদ, ৩৩০ কেজি গাঁজা, ৮৪০ পিস ইয়াবা, ৪৪৫টি গবাদিপশু ও বিপুল বিদেশি সিগারেট, মোবাইল ফোন, কাপড় ও আতশবাজি জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন বিওপি স্থাপন এবং পাহাড়ে ‘অপারেশন উত্তরণ’ -এর আওতায় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির সদস্যরা সর্বদা তৎপর। সীমান্ত অপরাধ ও চোরাচালানের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে কোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবি প্রস্তুত রয়েছে। স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় রেখে সম্প্রীতি ও শান্তি বজায় রাখতেও কাজ করছে তারা।
মন্তব্য করুন