কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

জেন-জি বিক্ষোভে উত্তাল আরেক দেশ, জরুরি অবস্থা ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জেন-জি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। বিক্ষোভের জেরে রাজধানী লিমা ও আশপাশের এলাকায় ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরি। টেলিভিশনে দেওয়া এক জরুরি ভাষণে তিনি বলেন, দেশের পরিস্থিতি এখন শুধু কথা দিয়ে সামাল দেওয়া সম্ভব নয়, বরং কঠোর বাস্তব পদক্ষেপ নিতে হবে।

জরুরি অবস্থা ঘোষণায় রাস্তায় সেনাবাহিনী নামানোর পাশাপাশি নাগরিকদের সমাবেশ, বিক্ষোভ ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার সীমিত করার কথা বলা হয়েছে। প্রেসিডেন্ট জেরি ঘোষণা করেন, এখন থেকে রাষ্ট্র ‘প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক নীতি’ গ্রহণ করবে, অর্থাৎ অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে।

পেরুতে গত কয়েক সপ্তাহ ধরে জেন-জি সদস্যদের অংশগ্রহণে দুর্নীতি ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। বিশেষ করে তরুণদের নেতৃত্বে হওয়া এই আন্দোলন দেশটির রাজনৈতিক অস্থিরতাকে নতুন মাত্রা দিয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বিক্ষোভে সহিংসতা দেখা দিলে একজন নিহত ও প্রায় ১০০ জন আহত হওয়ার ঘটনা উদ্বেগ বাড়ায়।

পরিসংখ্যান বলছে, চলতি বছর পেরুতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়েছে। ইতোমধ্যে ১৮ হাজারের বেশি চাঁদাবাজির ঘটনা রেকর্ড করেছে কর্তৃপক্ষ, যা গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। একই সময়ে হত্যাকাণ্ডের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

সরকারের সাম্প্রতিক পদক্ষেপের উদ্দেশ্য অপরাধ দমন হলেও সমালোচকরা বলছেন, জরুরি অবস্থা কার্যকর হলে জনগণের গণতান্ত্রিক অধিকার হুমকির মুখে পড়বে। বিশেষজ্ঞদের মতে, এই ঘোষণার ফলে বিক্ষোভ কার্যত নিষিদ্ধ হয়ে যাবে, যা তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান ক্ষোভকে আরও তীব্র করতে পারে।

গত ১০ অক্টোবর দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তেকে কংগ্রেস অভিশংসনের মাধ্যমে অপসারণ করে। এর পরই সংসদের স্পিকার হোসে জেরি অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তিনি জানিয়েছিলেন, জুলাই পর্যন্ত অন্তর্বর্তীভাবে দেশ পরিচালনা করবেন এবং নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেবেন।

এর মধ্যেই জেন-জি তরুণদের নেতৃত্বে নতুন এই বিক্ষোভের ঢেউ তৈরি হয়েছে। তারা শুধু দুর্নীতির বিরুদ্ধে নয়, বরং রাজনৈতিক স্বচ্ছতা ও সামাজিক ন্যায়বিচারের দাবি তুলছে। বিশেষ করে সংগঠিত অপরাধ চক্র ও মাদক ব্যবসার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের যোগসাজশের অভিযোগ জনগণের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে।

সূত্র : ফ্রান্স টোয়েন্টিফোর

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৬০০ ফুট খাদে গাড়ি পড়ে নিহত ৬

আমি একা থাকতে দারুণ উপভোগ করি: অক্ষয় খান্না

মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়

প্রকাশ্যে ঘুষ নেওয়া ২ কর্মচারীকে শোকজ

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কাতর্কির কারণ জানালেন ময়মনসিংহের ডাক্তার

সংঘর্ষের পর কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড

২ জেলায় নিয়োগ দিচ্ছে টিআইবি

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বায়ুদূষণে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ ঢাকা

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

১০

কিছু সহজ টিপসে ঘর থাকবে ঝকঝকে ও পোকামাকড়মুক্ত

১১

হোয়াইট হাউসে ইসরায়েল-কাতারের গোপন বৈঠক

১২

রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার দেবে যুক্তরাজ্য-কাতার

১৩

ডলার ও অন্যান্য বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার

১৪

বরিশাল মুক্ত দিবস আজ / ওয়াপদা কলোনির টর্চার সেল গণহত্যার নীরব সাক্ষী

১৫

শুষ্ক আবহাওয়ায় ঢাকায় তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রিতে

১৬

আজ রাজধানীর কোথায় কী

১৭

আজ থেকে বাড়তি দামে বিক্রি হবে ভোজ্যতেল, লিটারে কত

১৮

শৈত্যপ্রবাহ বইছে তেঁতুলিয়ায়, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

১৯

গরম পানি নাকি ঠান্ডা পানি, কোনটা খাবেন

২০
X