চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। আগামী রোববার (২৬ অক্টোবর) থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে মঙ্গলবার পর্যন্ত।
এতে বাংলাদেশ, ভারত, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে পাঁচ শতাধিক গবেষক অংশ নেবেন। তিন দিনের সম্মেলনে মোট ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
সম্মেলনের উদ্বোধন করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাজ্যের প্রখ্যাত ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট ও ইমেরিটাস অধ্যাপক ড. আলাসডেয়ার অ্যালেক্স জে কুক। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
মন্তব্য করুন