দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চালু হলো স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে শিক্ষার্থী সংগঠন ‘ভয়েস অব স্টুডেন্ট’।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন।
স্টারলিংকের এই সংযোগের মাধ্যমে প্রাথমিকভাবে ২৫০টি ডিভাইস একসঙ্গে ইন্টারনেট সেবায় যুক্ত হতে পারবে। এ ছাড়া ৩০টি রাউটার সংযোগের মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ভয়েস অব স্টুডেন্ট দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্টারলিংক সংযোগের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রাথমিকভাবে তারা একটি সংযোগ স্থাপন করেছে, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
মন্তব্য করুন