কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সোলার পাওয়ার প্ল্যান্টে ৬৭ মিলিয়ন ডলারের সিন্ডিকেটেড অর্থায়ন করল ব্র্যাক ব্যাংক ও আইডিসিওএল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওএল) যৌথভাবে বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) পরিচালিত ৬৪ দশমিক ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে অর্থায়ন করেছে।

প্রকল্পটিতে মোট ৬৭ মিলিয়ন মার্কিন ডলার মেয়াদি ঋণ অর্থায়ন সুবিধা সফলভাবে চূড়ান্ত হওয়ায় ৬ নভেম্বর ২০২৫ ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে এক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অর্থায়নের মধ্যে ২২ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং বাকি ৪৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে আইডিসিওএল, যা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রতিষ্ঠান দুটির দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে।

পাবনায় অবস্থিত দেশের অন্যতম বড় এই সোলার প্ল্যান্ট ইতোমধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। এই অর্জন টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিনির্ভরতা বাড়ানোর অগ্রযাত্রাকে আরও গতি দিয়েছে।

বাংলাদেশ সরকারের আওতাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) একটি যৌথ উদ্যোগ বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশের একাধিক সোলার পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের অপারেশনস ম্যানেজার গেইল মার্টিন, পিএইচডি এবং বাংলাদেশে কর্মরত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও আইডিসিওএলের চেয়ারম্যান মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। এ ছাড়া এতে আইডিসিওএলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, বিসিআরইসিএলের ব্যবস্থাপনা পরিচালক কি ইউয়ে এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিজের বক্তব্যে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আইডিসিওএলের সঙ্গে যৌথভাবে আমরা এই প্রকল্পটিতে দীর্ঘমেয়াদি অর্থায়ন ব্যবস্থা নিশ্চিত করেছি, যা জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ, কার্বন নিঃসরণ কমানো এবং দেশের নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করবে। এই বিদ্যুৎকেন্দ্রের অর্থায়ন বড় মাপের টেকসই অবকাঠামো উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের সক্ষমতার একটি বাস্তব উদাহরণ। একটি মূল্যবোধ-ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরকে গতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আইডিসিওএলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ বলেন, ‘আইডিসিওএলে আমরা উদ্ভাবনী অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্র্যাক ব্যাংক পিএলসির সঙ্গে যৌথ অর্থায়নে ৬৪ দশমিক ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই সোলার পার্ক দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে একটি মাইলফলক। একটি সবুজ ভবিষ্যতের পথে অগ্রযাত্রায় নেতৃত্ব দেওয়ার জন্য আমরা বিসিআরইসিএলকে ধন্যবাদ জানাই।’

এই সহযোগিতা উদ্ভাবনী অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে অগ্রগতি, পরিবেশগত স্থায়িত্ব বৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তা জোরদারে ব্র্যাক ব্যাংক ও আইডিসিওএলের যৌথ প্রতিশ্রুতিকে স্পষ্টভাবে তুলে ধরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতা বুলবুলের শোভাযাত্রা

বিএনপিকে নিয়ে মোনাফেকি করছে জামায়াত : কায়কোবাদ 

জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় : হেফাজত আমির 

বিএনপির হয়ে যে আসন থেকে নির্বাচন করতে চান স্নিগ্ধ

গডফাদারের নির্দেশে সিদ্ধিরগঞ্জ চলবে না : মান্নান

অবশেষে সমাপ্তির পথে এশিয়া কাপ ট্রফি সংকট

ঝড়ের তাণ্ডবে উড়ে গেল ঘরের চাল

বিহারে এসআইআরের ভয়ে রেকর্ড ভোটার উপস্থিতি, এটা আসলে কী?

সঙ্গে থাকা স্ত্রীর ভয়ে অনেকের মুখেই ছিল তালা

কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে বিএনপির গণমিছিল

১০

‘ছাত্রশিবির ছাত্রছাত্রীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে’

১১

বেসরকারি বিশ্ববিদ্যালয় পিআর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন, সম্পাদক আবু সাদাত  

১২

টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার ঝড়ো রেকর্ড

১৩

ঘুমের মধ্যেও হতে পারে হার্ট ফেইলিওর

১৪

শাহ আমানত বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ মালামাল জব্দ

১৫

নিক্সন চৌধুরীর সহযোগী গ্রেপ্তার

১৬

নির্বাচনকে ঘিরে কিছু মহল ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে : সেলিমা রহমান

১৭

সোলার পাওয়ার প্ল্যান্টে ৬৭ মিলিয়ন ডলারের সিন্ডিকেটেড অর্থায়ন করল ব্র্যাক ব্যাংক ও আইডিসিওএল

১৮

তারেক রহমান / দয়া করে আমার নামের আগে বিশেষণ ব্যবহার করবেন না

১৯

ফিকি সাসটেইনেবিলিটি গেম চেঞ্জার অ্যাওয়ার্ড ২০২৫ / কমিউনিটি ইমপ্যাক্ট বিভাগে চ্যাম্পিয়ন ইউনিলিভার বাংলাদেশ 

২০
X