

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জনসচেতনতামূলক র্যালি করেছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল। এবারের প্রতিপাদ্য ‘কর্ম ক্ষেত্রে ডায়াবেটিস’-কে সামনে রেখে মঙ্গলবার (১৮ নভেম্বর) এ র্যালি পালন করে প্রতিষ্ঠানটি।
চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে আয়োজিত র্যালিতে ডায়াবেটিসের ঝুঁকি ও তা নিরসনে স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডা. রত্নদ্বীপ চাস্কার, গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ, ডায়াবেটোলজি ও এন্ডোক্রাইনোলজি বিভাগের কো-অর্ডিনেটর ও সিনিয়র কনসাল্টেন্ট প্রফেসর ডা. আব্দুল মান্নান সরকার, সিনিয়র কনসাল্টেন্ট ডা. আহসানুল হক আমিন, সিনিয়র কনসাল্টেন্ট ডা. নাজমুল ইসলাম এবং পেডিয়াট্রিক্স ও নিওনেটোলজি বিভাগের সিনিয়র কনসাল্টেন্ট ডা. ফাহ্মিদা জাবীন প্রমুখ।
র্যালি শেষে রত্নদ্বীপ চাস্কার বলেন, এ র্যালির সফলতা প্রমাণ করে যে, মানুষ এখন ডায়াবেটিস সম্পর্কে আরও সচেতন এবং স্বাস্থ্যকর জীবনযাপনে আগ্রহ বাড়াচ্ছে। আমরা ভবিষ্যতেও এমন সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন অব্যাহত রাখব।
মন্তব্য করুন