স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০১:২৬ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বার্সার ক্যাম্প ন্যু উদ্বোধন নিয়ে নতুন বিতর্ক

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বহু প্রতীক্ষিত ‘স্পটিফাই কাম্প ন্যু’ পুনর্নির্মাণের পর প্রথম ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। কিন্তু সেই আনন্দের মাঝেই উঠে এসেছে নতুন বিতর্ক—উদ্বোধনী ম্যাচে অ্যাথলেটিক বিলবাও সমর্থকদের জন্য একটিও টিকিট দিচ্ছে না বার্সা।

লা লিগার নিয়ম অনুযায়ী অতিথি সমর্থকদের জন্য নির্দিষ্ট সেকশন রাখতে হয়। কিন্তু বার্সা জানাচ্ছে—নতুন স্টেডিয়ামটি এখনো সেই নিরাপত্তা কাঠামো তৈরির মতো প্রস্তুত নয়। আর সে কারণেই অ্যাথলেটিক বিলবাওকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে: ‘অতিথি দর্শকদের আলাদা সেকশনে রাখার ন্যূনতম নিরাপত্তা শর্ত পূরণ করা সম্ভব নয়।’

বার্সেলোনা স্বীকার করেছে, স্টেডিয়াম ফের খুলে দেওয়ার ক্ষেত্রে তাদের তাড়াহুড়া হয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সেক্টরভিত্তিক নিরাপদ প্রবেশপথ তৈরি করতে কিছু স্থাপনা-সংক্রান্ত কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে।’

অ্যাক্সেস পয়েন্ট এখনো স্বাধীন নয়, শারীরিক সেক্টরাইজেশনও যথাযথভাবে সম্পন্ন হয়নি—এমন দুর্বল প্রস্তুতির কথা স্বীকার করেছে বার্সা। ফলে অতিথি সমর্থকদের সুরক্ষা নিশ্চিত করা ‘অসম্ভব’ বলেই দাবি ক্লাবটির।

গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওয়ের সদস্য ৪৬৮ জন লটারির জন্য নাম নিবন্ধন করেছিলেন—বার্সা ঠিক কতটি টিকিট পাঠাবে, সেটির অপেক্ষায়। কিন্তু শেষ পর্যন্ত তারা পেলেন কেবল হতাশার সংবাদই।

উদ্বোধনী ম্যাচে বার্সেলোনা শুধু নিজেদের সম্মানিত অতিথিদের জন্য সীমিত সংখ্যক কমপ্লিমেন্টারি টিকিট দিচ্ছে, কিন্তু অ্যাথলেটিক সমর্থকদের জন্য শূন্য বরাদ্দ।

বার্সেলোনার নতুন কাম্প ন্যু এখনো সর্বোচ্চ ধারণক্ষমতা নিয়ে মাঠে নামেনি; আংশিক উদ্বোধনের মধ্যেই অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামের পরিবেশ হবে একতরফা—শুধু ব্লাউগ্রানা সমর্থকদের উচ্ছ্বাসে ভরপুর।

লা লিগার বাকি ক্লাবগুলোর মতোই অ্যাথলেটিকও নিয়মিতভাবে অতিথি সমর্থকদের জন্য টিকিট বরাদ্দ পেয়ে থাকে। কিন্তু কাম্প ন্যু পুনর্নির্মাণজনিত কাঠামোগত সমস্যার কারণে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত, যা নতুন স্টেডিয়াম উদ্বোধনের আনন্দের মাঝেও একটি বড় বিতর্ক সৃষ্টি করেছে।

বার্সার পক্ষ থেকে আশ্বাস—আগামী ম্যাচগুলোতে এসব নিরাপত্তা অবকাঠামো সম্পূর্ণ হয়ে গেলে নিয়মমাফিক অতিথি দর্শক বরাদ্দ ফের চালু হবে।

কাম্প ন্যুতে ফিরে আসা যতটা আনন্দের, উদ্বোধনী ম্যাচে অতিথি সমর্থকদের অনুপস্থিতি ততটাই প্রশ্নের জন্ম দিচ্ছে—তাড়াহুড়ো করে স্টেডিয়াম চালু করায় কি বার্সেলোনাই কাঠগড়ায়?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুসল্লির

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল, যা বললেন বিএনপির প্রার্থী রফিকুল

গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া : সেলিমুজ্জামান

সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

জাতীয় ছাত্র-শক্তি নেতার পদত্যাগ

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবকদের নেশা মুক্ত করতে হবে : শেখ আব্দুল্লাহ 

এক সঙ্গে ধরা পড়ল ৬৭৭টি লাল কোরাল

ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি : কবীর ভূঁইয়া

বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

১০

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

১১

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

১২

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

১৩

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

১৪

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

১৫

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

১৬

বাস উল্টে নিহত ২

১৭

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

১৮

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

১৯

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

২০
X