বাংলাদেশ গণিত সমিতির সঙ্গে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেন্ড ডা. মো. আমির হাসেন আর বাংলাদেশ গণিত সমিতির পক্ষে সাক্ষর করেন সমিতির সভাপতি ও ঢাবি গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মাদ বাবুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শওকাত আলী, কাস্টমস ও ভ্যাট এর অতিরিক্ত মহাপরিচালক ড. মোহাম্মাদ তাজুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক অধ্যাপক রায়হানা তসলিম।
এই চুক্তির ফলে ঢাবি গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ গণিত সমিতির আজীবন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা পরিচয়পত্র প্রদান সাপেক্ষে ইসলামী ব্যাংক হাসপাতালের সকল শাখায় ৩০ থেকে ৪০ শতাংশ কমিশনে সব ধরণের স্বাস্থ্য সেবা পাবেন। এই সেবা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ গণিত সমিতির সকল সদস্যদের পরিচয়পত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন