কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ১১:২৬ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশে টেকসই ড্রাইভিং অভিজ্ঞতায় নতুন যুগের সূচনা

ফ্ল্যাগশিপ মডেল ‘বিওয়াইডি সিল’ নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করল বিওয়াইডি। ছবি : সংগৃহীত
ফ্ল্যাগশিপ মডেল ‘বিওয়াইডি সিল’ নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করল বিওয়াইডি। ছবি : সংগৃহীত

বিওয়াইডির সঙ্গে টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের এখনই সময়। দেশের অটোমোবাইল খাতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করতে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি।

বাংলাদেশে বিওয়াইডি গাড়ির পরিবেশক সিজি রানার বিডি লিমিটেড দেশের বাজারে বিওয়াইডি সিল গাড়ি উন্মোচন করে। নিজেদের ফ্ল্যাগশিপ গাড়ি বিওয়াইডি সিল উন্মোচনের মাধ্যমে এদেশে যাত্রা শুরু করল ব্র্যান্ডটি।

সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, দেশ ও পরিবেশের স্বার্থে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০৩০ সালের মধ্যে দেশে ব্যবহৃত মোটরযানের অন্তত ৩০ শতাংশ বিদ্যুৎচালিত গাড়িতে রূপান্তরে সরকারের লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে অনবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও বায়ুদূষণ কমিয়ে আনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এজন্য দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার উৎসাহিত করতে আমরা বিওয়াইডি গাড়ি উন্মোচন করেছি। বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধি পেলে তা অনবায়নযোগ্য জ্বালানির ব্যবহার হ্রাসে এবং অটোমোবাইল খাতের উন্নতিতে কার্যকরী ভূমিকা রাখবে। আমাদের প্রত্যাশা সবাই বিওয়াইডির সঙ্গে টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে এবং আমরা টেকসই উন্নয়ন অর্জনে প্রাসঙ্গিক সকল অংশীজনদের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে যাব।

বিওয়াইডির নিজেদের উদ্ভাবিত অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত বিওয়াইডি সিলে ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় ডিজাইন– ওশান অ্যাসথেটিকস। বিওয়াইডির ই-প্ল্যাটফর্ম ৩.০ এর ভিত্তি করে নির্মিত বিওয়াইডি সিল সম্পূর্ণভাবেই বৈদ্যুতিক গাড়ি। বিওয়াইডি সিল বিশ্বের প্রথম মাস-প্রডিউসড মডেল যেখানে ব্যবহার করা হয়েছে বিওয়াইডির উদ্ভাবনী সিটিবি (সেল-টু-বডি) প্রযুক্তি।

অত্যাধুনিক এ প্রযুক্তির মাধ্যমে ব্লেড ব্যাটারি গাড়ির বডির সঙ্গে চমৎকারভাবে একীভূত হয়ে ‘স্যান্ডউইচ’ কাঠামো তৈরি করেছে, যার ফলে টর্শনাল রিজিডিটি অর্জিত হয়েছে প্রতি ডিগ্রিতে ৪০ হাজার ৫০০ নিউটন মিটার। এ গাড়ি ব্যবহারে নিশ্চিত করবে সুরক্ষা, স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা এবং কার্যকারিতা।

এ ছাড়াও, বিওয়াইডি সিলে রয়েছে আইটিএসি (ইন্টেলিজেন্ট টর্চার অ্যাডাপ্টেশন কন্ট্রোল) সিস্টেম এবং আরডব্লিউডি ও এডব্লিউডি কনফিগারেশন। বিওয়াইডি সিলের দুর্দান্ত অ্যাকসেলেরেশন (৩.৮ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার/আওয়ার) এবং ০.২১৯ সিডি আল্ট্রা-লো অ্যারোডায়নামিক ড্র্যাগ কোএফিশিয়েন্ট প্রকৃত অর্থেই বৈদ্যুতিক সেডানের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। বিওয়াইডি সিল-এ রয়েছে স্ল্যান্টেড রুফলাইন, প্যানোরোমিক গ্লাস রুফ, শর্ট রিয়ার ডেক, ওয়াটারড্রপ মিরর, ওয়েভ ওয়েস্টলাইন এবং এলইডি লাইট। সেডানটির ভেতরে রয়েছে নেভিগেশনের জন্য ১৫ দশমিক ৬ রোটেটেবল টাচস্ক্রিন, ভেহিকেল সেটিংস ও এন্টারটেইনমেন্ট ফাংশন। সঙ্গে বিওয়াইডির নিজস্ব ইন্টেলিজেন্ট ককপিট সিস্টেম ও ভয়েস কম্যান্ড সুবিধা।

বিওয়াইডি সিলের প্রিমিয়াম হাইফাই ডাইনোডিও সাউন্ড সিস্টেম গান শোনা ও বিনোদনের অভিজ্ঞতাকে করে তুলবে আরও উপভোগ্য। এছাড়াও, বিওয়াইডি সিল-এ রয়েছে পিএম২.৫ ফিলট্রেশন সিস্টেম, যা গাড়ির ভেতরে নিশ্চিত করবে স্বাস্থ্যকর ও চমৎকার পরিবেশ।

দেশের বাজারে বৈদ্যুতিক এ সেডানটি দুটি সংস্করণে পাওয়া যাবে। এক্সটেন্ডেড রেইঞ্জ (রিয়ার ড্রাইভ) এবং এডব্লিউডি (অল-হুইল ড্রাইভ)। ফিচার অনুযায়ী দুটি সংস্করণেই রয়েছে ৮২ দশমিক ৫৬ কিলোওয়াট হাওয়ার ব্যাটারি, যা ৫৭০ কিলোমিটার (ডব্লিউএলটিপি) পর্যন্ত বিস্তৃত সুবিধা প্রদান করে।

ডুয়াল-মোটর অল-হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টে রয়েছে ১৬০ কিলোওয়াট/৩১০ নিউটন মিটার সক্ষমতা সমৃদ্ধ ফ্রন্ট মোটর এবং ২৩০ কিলোওয়াট/৩৬০ নিউটন মিটার সক্ষমতা সমৃদ্ধ রিয়ার মোটর। একসঙ্গে যার আউটপুট হবে ৩৯০ কিলোওয়াট/৬৭০ নিউটন মোটর। সেডানটিতে মাত্র ৩ দশমিক ৮ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ১শ কিলোমিটার গতি উঠবে।

অন্যদিকে, এক্সটেন্ডেড রেইঞ্জ ভ্যারিয়েন্টে রয়েছে সিঙ্গল-মোটর রিয়ার ড্রাইভ কনফিগারেশন এবং ২৩০ কিলোওয়াট ও ৩৬০ নিউটন মিটার আউটপুট ক্যাপাসিটি। এর ফলে, সেডানটিতে মাত্র ৫ দশমিক ৯ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ১শ কিলোমিটার গতি ওঠানো যাবে।

সেডানটির দুটি ভ্যারিয়েন্টই মাত্র ৩০ মিনিটে ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ হবে। বিওয়াইডি সিল বাংলাদেশের বাজারে পাওয়া যাবে চারটি রঙে। আর্কটিক ব্লু, অরোরা হোয়াইট, আটলান্টিস গ্রে ও কসমস ব্ল্যাক।

এর আগে রাজধানীর ৩৪০, হক সেন্টার, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁওয়ে বিওয়াইডির ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করা হয়। আগ্রহী ক্রেতারা বিওয়াইডি শো-রুমে এসে বিওয়াইডি সিলের ড্রাইভিং অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন এবং গাড়িটি বুকিং দিতে পারবেন পারবেন। এছাড়াও, বিওয়াইডি চালু করেছে আভা গার্ড স্কিম, যার মাধ্যমে ওই দিন গাড়ি বুকিং দেওয়া ক্রেতারা বিনামূল্যে বিমা, অ্যাকসেসোরিজ, নিবন্ধন এবং ডাবল ডিপোজিট সুবিধা পাবেন। www.drivebydbd.com -এ লিঙ্ক ভিজিট করে আগ্রহী ক্রেতারা বুক করতে পারবেন টেস্ট ড্রাইভ।

বিওয়াইডি

বহুজাতিক হাই-টেক প্রতিষ্ঠান বিওয়াইডি উন্নত জীবনের লক্ষ্যে প্রযুক্তিগত উদ্ভাবন ব্যবহারে নিবেদিতভাবে কাজ করে। ১৯৯৫ সালে রিচার্জেবল ব্যাটারি প্রস্তুতকারক হিসেবে যাত্রা শুরু করে বিওয়াইডির বর্তমানে চীন, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ব্রাজিল, হাঙ্গেরি ও ভারতে ৩০টিরও বেশি শিল্প পার্কসহ অটোমোবাইল, রেল ট্রানজিট, নিউ এনার্জি ও ইলেকট্রনিকস সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। জ্বালানি উৎপাদন ও সংরক্ষণ থেকে শুরু করে এর ব্যবহার পর্যন্ত, বিওয়াইডি শূন্য কার্বন নিঃসরণ জ্বালানি সমাধান প্রদানের জন্য নিবেদিতভাবে কাজ করছে, যা বৈশ্বিকভাবে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাসে ভূমিকা রাখছে। বিশ্বের ছয়টি মহাদেশে ৭০টিরও বেশি দেশ ও অঞ্চল এবং চারশরও বেশি শহরে প্রতিষ্ঠানটির নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) রয়েছে। হংকং এবং শেনজেন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত, প্রতিষ্ঠানটি একটি ফরচুন গ্লোবাল ৫০০ এন্টারপ্রাইজ হিসেবে সুপরিচিত – যে প্রতিষ্ঠান সবুজ-বান্ধব বিশ্ব গড়ে তুলতে উদ্ভাবন নিয়ে কাজ করে যাচ্ছে।

বিওয়াইডি অটো

২০০৩ সালে প্রতিষ্ঠিত, বিওয়াইডি অটো বহুজাতিক হাই-টেক প্রতিষ্ঠান বিওয়াইডির অটোমোটিভ সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। বিওয়াইডি উন্নত জীবনের লক্ষ্যে প্রযুক্তিগত উদ্ভাবন ব্যবহারে নিবেদিতভাবে কাজ করে। বৈশ্বিকভাবে পরিবহন খাতে সবুজ-বান্ধব রূপান্তর ত্বরান্বিত করার লক্ষ্যে বিওয়াইডি অটো সম্পূর্ণ বৈদ্যুতিক এবং প্লাগ-ইন হাইব্রিড গাড়ি নির্মাণ নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি নিউ এনার্জি ভেহিকেলের পুরো সাপ্লাই চেইনের মূল প্রযুক্তি যেমন ব্যাটারি, বৈদ্যুতিক মোটর এবং ইলেকট্রনিক কন্ট্রোলার নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য প্রযুক্তিগত অগ্রগতিতেও ভূমিকা রেখেছে। যার মধ্যে রয়েছে- ব্লেড ব্যাটারি, ডিএম-আই সুপার হাইব্রিড প্রযুক্তি, ই প্ল্যাটফর্ম ৩.০, সিটিবি প্রযুক্তি, ই৪ প্ল্যাটফর্ম, বিওয়াইডি ডিসাস ইন্টেলিজেন্ট বডি কন্ট্রোল সিস্টেম এবং ডিএমও সুপার হাইব্রিড সিস্টেম। প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যারা ইভি শিফটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন ভালো মানের বিদেশি ক্রিকেটার পায় না বিপিএল, জানালেন ফারুক

দেশে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে রেকর্ড দামে

ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত

এক প্রেমিকা নিয়ে দুই প্রেমিকের সংঘর্ষ

প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ

জুবিনের মৃত্যুরহস্য, ন্যায়বিচার চেয়ে যা বললেন গরিমা

নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ইসি কর্মকর্তা বরখাস্ত

তালাবদ্ধ দোকানে মিলল স্ত্রীর মরদেহ, পালিয়েছে স্বামী

ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতি কার্যকর, বন্দিবিনিময় শুরু

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারতীয় আগ্রাসন বাড়বে : এম এ মালিক

১০

আজকে বিশ্ব ব্যর্থতা দিবস

১১

ইলিশ নিয়ে নদীতে ঝাঁপ, ২৪ ঘণ্টা পরও যুবক নিখোঁজ

১২

জয়ের ধারায় ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

১৩

ফিক্সিংয়ে জড়িতরা কি আগামী বিপিএল খেলবেন, যা জানা গেল

১৪

ট্রেন থেকে যাত্রীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

১৫

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু

১৬

মোদিকে নিয়ে চাটুকারিতা, বিপাকে বিক্রান্ত ম্যাসি

১৭

দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের ৩ ঘণ্টা সংঘর্ষ, যুবক নিহত

১৮

আমরা বাণিজ্যযুদ্ধ চাই না, তবে ভয়ও পাই না : চীন

১৯

বিয়ে করতে চান মালাইকা, আছেন প্রস্তাবের অপেক্ষায়

২০
X