রমজান মাস শুরুর আগেই বেশ কিছু ভোগ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। তবে প্রতি সপ্তাহে সুপারশপ স্বপ্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য খুচরা বাজারের চেয়ে কম দামে ক্রেতাদের কেনার সুবিধা দিচ্ছে। এ ছাড়া রমজানের প্রয়োজনীয় পণ্যগুলোতে থাকছে বিশেষ ছাড়।
স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ৮ থেকে ৯ মার্চ বেশ কিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে স্বপ্ন-এর আউটলেটে গ্রাহকরা কিনতে পারবেন।
এগুলো হলো-
স্বপ্ন আরও জানায়, মুড়ি, চিড়া, মসলা, বেবী ডায়পারসহ নানা পণ্যে থাকবে ছাড়। সে সঙ্গে এসিআই/পুষ্টি-এর আটা ময়দার দুই কেজি প্যাকে থাকছে ১৭ টাকা ছাড়।
একটি পরিবারের ঘরের মাসের বাজারের সব প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে সুপারশপটি। খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসে থাকছে না কোনো ভ্যাট।
মন্তব্য করুন