রাজু আহমেদ, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘১৪ লাখ টাকা না দিলে ছেলেকে মেরে ফেলবে’

ভিডিও কলে কান্না করছেন লিবিয়া প্রবাসী ওয়াসিম আলী, ডানে তার মা পেমেলা বিবি। ছবি : কালবেলা
ভিডিও কলে কান্না করছেন লিবিয়া প্রবাসী ওয়াসিম আলী, ডানে তার মা পেমেলা বিবি। ছবি : কালবেলা

লিবিয়ায় রাজশাহীর এক যুবককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ১৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছে পরিবার।

ভুক্তভোগী ওয়াসিম আলী দুর্গাপুর গোপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওয়াসিমের চাচাতো ভাই ইসমাইল ও তার পরিবারের নামে রাজশাহীর আদালতে অভিযোগ দেওয়া হয়েছে। গত ২৬ জুন ওয়াসিমের মামা আব্দুল জলিল এ অভিযোগ দেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াসিম দেড় বছর আগে লিবিয়ায় যান। এরপর তাকে ইতালি পাঠানোর কথা বলে তার চাচাতো ভাই ইসমাইল। সেই মোতাবেক স্থানীয় হাসপাতালে কাজ বাদ দিয়ে ইতালি যাওয়ার জন্য ইসমাইলের পাঠানো গাড়িতে ওঠেন ওয়াসিম। এর ১৫ দিন পর বাড়িতে খবর আসে, ওয়াসিম মাফিয়াদের হাতে জিম্মি হয়েছেন। তাকে ছাড়াতে ১৪ লাখ টাকা লাগবে। পরে মাফিয়াদের ৮ লাখ টাকা দিলেও তারা তাকে মুক্তি দেয়নি। ইসমাইল আগে থেকেই লিবিয়ায় থাকে।

ওয়াসিমের মা পেমেলা বিবি বলেন, এ ঘটনার আগে ইসমাইল একদিন ফোন করে আমাকে বলে সে ওয়াসিমকে ইতালি পাঠাতে পারবে। সেখানে অনেক সুযোগ-সুবিধা আছে। ইনকামও বেশি। এরপর আমার কাছে কিছু টাকা চায়। কিছুদিন পর জানতে পারি আমার ছেলেকে মাফিয়ারা লিবিয়ায় জিম্মি করেছে।

তিনি আরও বলেন, ছেলের মুক্তির জন্য তারা ফোনে আমার কাছে ১৪ লাখ টাকা দাবি করে। আমরা গরিব মানুষ, এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। টাকা দিতে না পারায় ছেলের ওপর তারা নির্মম নির্যাতন চালায়। ছেলের কষ্ট সহ্য করতে না পেরে আমি ঢাকায় হোটেলের কাজ ছেড়ে রাজশাহীর বাড়িতে চলে আসি। তারা বলেছে, টাকা না পাঠালে আমার ছেলেকে মেরে ফেলবে।

কান্নাজড়িত কণ্ঠে পেমেলা বিবি বলেন, পাঁচ মাসের বেশি হয়ে গেল। আজও ছেলেকে মুক্ত করতে পারিনি। ইসমাইলের বাবা-মায়ের হাত-পা ধরেছি। কোনো কাজ হয়নি। আমি সরকারের কাছে দাবি জানাই, ছেলেকে সুস্থভাবে আমার বুকে ফিরিয়ে দিক।

ওয়াসিমের মামা আব্দুল জলিল বলেন, ওয়াসিমকে লিবিয়ার নিয়ে যাওয়ার শুরু থেকে ইসমাইল আছে। তার ভরসায় ওয়াসিম লিবিয়ায় যায়। লিবিয়ায় ওয়াসিম একটা হাসপাতালে কাজ করত। এমন অবস্থায় ইসমাইল বারবার ওয়াসিমকে ফোন করে বলে তোমাকে লিবিয়ায় থাকতে হবে না। তোমাকে ইতালিতে পাঠাব। সেখানে ভালো টাকা উপার্জন করতে পারবা। দীর্ঘদিন ফোন দিয়ে রাজি করে ওয়াসিমকে।

উপজেলার ঝালুকা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল আওয়াল মোল্লা বলেন, মাফিয়ারা তাদের ওয়াসিমের পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ চান। এরপর ৩ লাখ টাকা পাঠানোর সময় আমি সঙ্গে ছিলাম। পরবর্তীতে আর কোনো টাকা দেওয়া হয়েছে কিনা তা আমি জানি না।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম কালবেলাকে বলেন, ওয়াসিমকে অপহরণের ঘটনা ঘটেছে লিবিয়ায়। এ কারণে থানায় অভিযোগ নেওয়া যায়নি। ওয়াসিমকে মুক্ত করতে পররাষ্ট্র অথবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পদক্ষেপ নিতে পারে।

এ বিষয়ে রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল ইসলাম কালবেলাকে বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পায়নি, লিখিত অভিযোগ পেলে সিআইডিকে দায়িত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

জানা গেল কবে বিয়ে করবেন রোনালদো, কোথায় হবে অনুষ্ঠান

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ইনস্টাগ্রামে গোপনীয়তা বজায় রাখতে নতুন ফিচার

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

শীতে ঠান্ডা না গরম পানি দিয়ে গোসল করবেন?

৩১ দফা জাতির মুক্তির সনদ : রাশেদুল আহসান

চোখজুড়ানো অসাধারণ সুন্দর প্রজাপতি চাঁদনরি

সিরিয়ার উপকূলে সরকারপন্থি বিক্ষোভের পর দাঙ্গা

১০

রোনালদোর প্রতি ‘দয়া’ দেখাল ফিফা, পেলেন সুখবর

১১

শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস

১২

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী 

১৩

লেবানন এখন ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে : ট্রাম্প

১৪

চট্টগ্রামে পোশাক কারখানার গুদামে আগুন

১৫

সপ্তাহে দুদিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে পপুলার

১৬

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৭

সার্ভিস এক্সপার্ট পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

১৮

আড়ং-এ বড় নিয়োগ, এইচএসসি পাসেই পার্টটাইম চাকরির সুযোগ

১৯

২৬ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X