সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি করতে নিষেধ করায় আ.লীগ নেতাকে হত্যা

আ.লীগ নেতাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার আসামি। ছবি : কালবেলা
আ.লীগ নেতাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার আসামি। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই ভাইকে চাঁদাবাজি থেকে বিরত থাকতে বলে তাদের বাবার কাছে বিচার দেওয়ায় খুন করা হয় ফতুল্লার আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে।

চার আসামিকে গ্রেপ্তারের পর রোববার (৩০ জুন) দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের আদমজী র‌্যাব সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

এর আগে শনিবার (২৯ জুন) নারায়ণগঞ্জ সদর থানার চর সৈয়দপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নিহত সুরুজ মিয়া ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থসম্পাদক ছিলেন। তিনি এলাকায় ইট-বালুর ব্যবসা করতেন।

গ্রেপ্তার আসামিরা হলো- ফতুল্লার কাশিপুর এলাকার বাসিন্দা হত্যার মূল পরিকল্পনাকারী আলাউদ্দিন ওরফে হিরা, আল আমিন, রাসেল ও সানি।

র‌্যাব অধিনায়ক তানভীর মাহমুদ পাশা বলেন, ঘটনার ১০/১৫ দিন আগে হিরা ও তার ভাই সালাউদ্দিন ওরফে সালু এলাকায় নির্মাণাধীন একটি ভবন মালিকের কাছে চাঁদা দাবি করেন। তখন ভবন মালিক এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে সুরুজ মিয়ার কাছে বিচার দেন। সুরুজ মিয়া দুই ভাই হিরা ও সালুর পিতাকে বিষয়টি অবহিত করে তাদের চাঁদাবাজি থেকে বিরত থাকতে বলেন।

তিনি বলেন, এ ছাড়া আগে থেকেই নিহতের সঙ্গে দুই ভাইয়ের ব্যবসায়ীক দ্বন্দ্ব ছিল। এর জেরে ২৭ জুন হিরার নেতৃত্বে ২০/২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আলিপাড়া জামে মসজিদের সামনের রাস্তায় সুরুজ মিয়ার ছেলে রাজু ও জনির ওপর হামলা করে।

তানভীর মাহমুদ পাশা আরও বলেন, খবর পেয়ে সুরুজ মিয়া ঘটনাস্থলে ছুটে গেলে তারা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শনিবার আলাউদ্দিন ওরফে হিরাকে প্রধান করে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। পুলিশের পাশাপাশি র‌্যাব-১১ মামলার আসামিদের গ্রেপ্তার করতে ছায়া তদন্ত শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব অধিনায়ক বলেন, গ্রেপ্তার আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। আলাউদ্দিন ওরফে হিরার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ ফতুল্লা থানায় ১০টি মামলা রয়েছে। আল আমিনের বিরুদ্ধে রয়েছে মাদক ও নারী ও শিশু নির্যাতনসহ ৫টি মামলা। রাসেলের বিরুদ্ধে রয়েছে দুটি মামলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

ডাকসু নির্বাচন / ঢাবি শিক্ষার্থীদের প্রতি মির্যা গালিবের আহ্বান

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

কবিতার ছন্দে সুনেহরা-আরশের মিষ্টি কথোপকথন

রাগবির ধাঁচে ক্রিকেটারদের এবার নেওয়া হবে ‘ব্রঙ্কো’ টেস্ট!

‘ডাকসুতে দাঁড়াইছে সবাই, বসে আছে একজনই’

সাতক্ষীরা-৪ আসনে কালীগঞ্জ ও শ্যামনগর রাখার দাবিতে বিএনপির স্মারকলিপি

১০

জকসুর দাবিতে জবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

১১

স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে না খাইয়ে রেখে ব্যায়াম করান স্বামী

১২

‘ভুল’ আংটি দিয়ে প্রেমিকাকে ‘প্রপোজ’ করেন রোনালদো!

১৩

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ, স্থায়ী সমাধান চান রমনার ডিসি

১৪

বসুন্ধরা শপিংমলে ক্লাব হাউসের ফেস্টিভ কালেকশন উন্মোচন

১৫

কালো তালিকাভুক্ত হলেন ৭১ শিক্ষক

১৬

দায়িত্ব নিয়েই হুঁশিয়ারি দিলেন সারোয়ার আলম

১৭

যুক্তরাষ্ট্রভিত্তিক আইআরআইর প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক

১৮

পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন

১৯

জাতীয় নির্বাচন সামনে রেখে ইসির রোডম্যাপ এ সপ্তাহে আর ঘোষণা হচ্ছে না

২০
X