নারায়ণগঞ্জে বিচারের কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে মানিক নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে চাঁদমারি মাউরাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চোরাই ব্যবসা নিয়ে মাউরাপট্টি এলাকার শরিফের সঙ্গে মানিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই শরিফ ও তার সহযোগীরা মানিককে কুপিয়ে হত্যা করেছে।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম মিয়া বলেন, বাসা থেকে ডেকে নিয়ে মানিককে কুপিয়ে হত্যা করেছে বলে জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে, বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন