নাটোরের নলডাঙ্গায় ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল ৫৫ বছর বয়সি এক ব্যক্তির।
সোমবার (২৪ জুলাই) রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দক্ষিণে ২৪৩ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. আবদুল হামিদ ঘটনাটি নিশ্চিত করে জানান, বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে।
মন্তব্য করুন