কুড়িগ্রাম ও রৌমারী প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৯:৫১ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

নড়বড়ে বাঁশের সাঁকোয় জন্ম হলো নবজাতকের

এ নড়বড়ে বাঁশের সাঁকোয় জন্ম নিয়েছে একটি কন্যা সন্তান। ছবি : কালবেলা
এ নড়বড়ে বাঁশের সাঁকোয় জন্ম নিয়েছে একটি কন্যা সন্তান। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সুতিরপার এলাকার একটি সেতু। প্রায় ১৫ বছর আগে বন্যায় ভেঙে গেছে সেতুটি। বন্যায় ভেঙে যাওয়ায় স্থানীয়দের উদ্যোগে সেখানে নির্মাণ করা হয় বাঁশের সাঁকো।

এরপর থেকে এ সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে কুড়িগ্রামের সদর উপজেলার একটি গ্রামের হাজারও মানুষকে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

এমনই এক দুর্ঘটনার শিকার হয়েছেন বিলকিস খাতুন নামের এক প্রসূতি। ওই সাঁকোর ওপর দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সাঁকোটি গাড়ি চলাচলের জন্য একেবারেই অযোগ্য। তাই হেঁটে পার হচ্ছিলেন সবাই। একপর্যায়ে ভাঙা সাঁকোয় দিয়ে যাওয়ার কারণে সেখানেই অসুস্থ হয়ে পড়েন বিলকিস খাতুন। তখন প্রসব বেদনা ওঠে। কিছুক্ষণের মধ্যে জন্ম দেন ফুটফুটে এক কন্যা সন্তান। সন্তানের নাম রাখা হয় স্বপ্না আক্তার।

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মাঝিপাড়া-মন্ডলপাড়া-খাটিয়ামারী সড়কের সুতিরপার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রসূতি বিলকিস খাতুন সাইজুদ্দিনের স্ত্রী। তার বাবার বাড়ি রৌমারী সদর ইউনিয়নের সুতিরপার এলাকায়।

প্রসূতি বিলকিস খাতুনের ভাই শাফি আহমেদ বলেন, শুধু সেতু নির্মাণ না হওয়ার কারণে আজ আমার বোন পথেই সন্তান জন্ম দেয়। এটা বড় দুঃখের বিষয়। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে এ ভাঙা সাঁকো নিয়ে দুর্ভোগে আছি আমরা।

স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, এখানে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। কিন্তু এর কোনো প্রতিকার মিলছে না। দ্রুত একটি টেকসই সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।

ঘটনার সত্যতা স্বীকার করে শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, কিছুদিন আগে বাঁশের সাঁকোটি ভেঙে যায়। এ কারণে আজ এক প্রসূতি মা সন্তান প্রসব করেছেন। বাঁশের সাঁকোটিতে। চলাচলের জন্য বাঁশের সাঁকোটি মেরামত করা হচ্ছে।

রৌমারী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মনছুরুল হক বলেন, আমি নতুন যোগদান করেছি। ওই সড়কের বিষয়টি আমার জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈঠকে সিইসি ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

এনআরবি গ্রাহকদের জন্য চার্জ-ফ্রি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করল কমিউনিটি ব্যাংক

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বকালের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, ভরি কত?

অরিজিতের গান ছাড়ার সিদ্ধান্তে মুখ খুললেন বোন অমৃতা

এনটিআরসিএ সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশ আজ

যে কারণে বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলাতে রাজি হয়নি আয়ারল্যান্ড

ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

উন্নত ফর্মুলা ও আধুনিক প্যাকেজিংয়ে বাজারে ফিরেছে পন্ডস সুপার লাইট জেল

১০

বিশ্বকাপে হঠাৎ সুযোগের পর বড় সংকটে স্কটল্যান্ড

১১

পাচারের সময় ২০০ বস্তা সার জব্দ করল স্থানীয়রা

১২

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

১৩

এনসিপির প্রার্থীসহ দুজনকে জরিমানা

১৪

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ / বিদায়ের পর আইসিসির দিকে বাংলাদেশের অভিযোগের তীর 

১৫

আফগান আদালতে অপরাধ নয়, শ্রেণি দেখে শাস্তি

১৬

শিশুর আত্মবিশ্বাস গড়তে প্রতিদিনের কথার গুরুত্ব

১৭

সিম কার্ডের এক কোনা কেন কাটা থাকে

১৮

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

১৯

তিতাসের নেতৃত্বে ঐশী-রিফতি

২০
X