আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বেড়েলা ফুলের হলুদ হাসিতে বিমূর্ত প্রকৃতি

বেড়েলা ফুল। ছবি : কালবেলা
বেড়েলা ফুল। ছবি : কালবেলা

বাগানে যত্ন করে ফোটানো ফুলের সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম নয় অযত্নে পথের ধারে ফুটে থাকা ফুল। গ্রামীণ মেঠোপথে আসা-যাওয়ার পথে পথিকের মন কেড়ে নিতে এসব পথ ফুল উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে প্রকৃতিতে। এমনই এক পথের ফুল বেড়েলা। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রকৃতিতে মুগ্ধতা বিলাচ্ছে এ বেড়েলা ফুল।

বেড়েলা এক ধরনের আগাছা। এর বৈজ্ঞানিক নাম সিডা করডিফোলিয়া। এটি হল ম্যালো পরিবারভুক্ত একটি মালভাসি ফুলের প্রজাতি। এটি মধ্য আমেরিকায় জন্ম হয়েছে বলে মনে করা হয়। তবে এ উদ্ভিদটি বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায়।

এ ছাড়া বেড়েলা হারবাল চিকিৎসায় মানুষের নানা রোগে ব্যবহৃত হয়ে আসছে। এ উদ্ভিদটি বর্ষজীবী উদ্ভিদ। এদের কয়েকটি প্রজাতি রয়েছে। এর ছোট ফুল দেখতে বেশ সুন্দর হয়ে থাকে।

উপজেলার বিভিন্ন মেঠোপথ ঘুরে দেখা গেছে, পথের পাশে সবুজ পাতার মাঝখানে বেড়েলা ফুলের হলুদ হাসিতে বিমূর্ত হয়ে আছে প্রকৃতি। এ ছাড়া উপজেলার বিভিন্ন জলাশয়ের পাড়, পুকুর ও দিঘির পাড়েও ফুটে আছে বেড়েলা ফুল।

এ ফুলের সৌন্দর্য উপভোগ করেন আসা-যাওয়ার পথে নানা শ্রেণির মানুষ। কেউ কেউ তুলেও নিচ্ছেন ফুল। ছোট ছোট শিশুরাও খেলছে মনমাতানো এ ফুল নিয়ে।

আয়ুর্বেদ শাস্ত্রমতে, বেড়েলা উদ্ভিদটির রয়েছে নানাবিধ ঔষধি গুণ। এ উদ্ভিদের মূল, ছাল, পাতা ও ফুল ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এ উদ্ভিদের মূলের ছাল হৃদরোগে ব্যবহৃত হয়। হৃৎযন্ত্রের দুর্বলতা সারাতে বেড়েলার অসামান্য ঔষধি গুণ রয়েছে। প্রস্রাবের রোগ সারাতে এ গাছের মূলের ছাল ঔষধ হিসেবে ব্যবহৃত হয়।

খাবার হজমে সমস্যা, মহিলাদের রক্তস্রাব নিরাময় করতে এ উদ্ভিদ ব্যবহার করা হয়ে থাকে। মানবদেহের ফোঁড়া পাকাতে ও সারাতে বেড়েলার ব্যবহার করা হয়। এ ছাড়া নানা রোগে ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে বেড়েলা।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি চিকিৎসক ডা. সোহেল রানা কালবেলাকে বলেন, বেড়েলা গাছ ২ থেকে ৩ ফুট পর্যন্ত উঁচু হয়। এ গাছের কয়েকটি প্রজাতি রয়েছে। তবে যে বেড়েলার পাতা নরম ও মসৃণ এবং ভেলভেটের মতো হৃৎপিণ্ডাকার সেই গাছই মানুষের নানা রোগ সারাতে ব্যবহার করা হয়।

তিনি বলেন, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো উদ্ভিদই ওষধ হিসেবে ব্যবহার করা উচিত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও দলকে জেতাতে পারলেন না সাকিব

দলকে ফাইনালে তুলে যা বললেন মেসি

চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইটপাটকেল নিক্ষেপ উত্তেজিত জনতার

আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

কেন নিজের ‘বিকিনি’ ছবির পোস্টার ছিঁড়ে ফেলেন শর্মিলা?

বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ প্রতিনিধি যোগ দিলেন ছাত্রদলে

ধীরে ধীরে খেলে কি সত্যি ওজন কমে?

চীন সফরে কিম-পুতিনসহ ২৬ রাষ্ট্রপ্রধান

বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল সহিদুল, রাতে ডাকাতির চেষ্টা

১০

সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়? মেনে চলুন এই ৬ টিপস

১১

মেসি ঝলকে ফাইনালে মায়ামি

১২

চাঁদা না দেওয়ায় গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

১৩

মাদকসেবন করে মাতলামি করায় যুবকের কারাদণ্ড

১৪

আমাদের কেউ আলাদা করতে পারবে না: সুনীতা আহুজা 

১৫

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে পরবর্তী আপিল শুনানি ৪ নভেম্বর 

১৬

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

১৭

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যু ৩১৩ জনের

১৮

রাজধানীতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১

১৯

টিয়া পাখি নিয়ে ভিডিও করে বিপাকে শিক্ষিকা 

২০
X