সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

ত্রাণের অপেক্ষায় তারা

ত্রাণের অপেক্ষায় বানভাসিরা। ছবি : কালবেলা
ত্রাণের অপেক্ষায় বানভাসিরা। ছবি : কালবেলা

পহেলা আষাঢ় থেকে টানা কয়েকদিনের বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট প্লাবনে দুর্দশায় নিপতিত হয়েছে তিস্তা নদীর দুই কূলের অধিবাসীদের জীবন। অধিকাংশ বাড়িঘর পানিতে নিমজ্জিত থাকায় খাওয়াদাওয়া নিয়ে বড় বিপদে পড়েছেন তারা। তাই তো কেউ ত্রাণসামগ্রী নিয়ে আসবে বলে নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তারা। এমন দৃশ্যের দেখা মেলে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা পাড়ে গেলে।

সোমবার (৮ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, সুন্দরগঞ্জের তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব ধারের গ্রামগুলোসহ তিস্তার দুই পাড়ের বিস্তৃত এলাকা বৃষ্টি ও বন্যার জলে থইথই করছে। যদিও রোববার রাত থেকে তিস্তার পানি কমতে শুরু করেছে, তবুও চারদিকে শুধু পানি আর পানি। মাঝখানে থাকা বাড়ি ও পাড়াগুলো এখনো যেন দ্বীপের মতো ভাসছে। বন্যার কবলে পড়েছে ৫৫টি গ্রামের অন্তত ২০ হাজার মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু সড়ক, স্কুল ও মাদ্রাসায়।

পথঘাট ডুবে যাতায়াতের পথরুদ্ধ করে দিয়েছে বানভাসিদের। ভরসা একমাত্র নৌকা কিংবা ভেলা। কোথাও হাঁটুপানি, কোথাওবা কোমরপানি, আবার কোথাওবা বুকপানি থাকায় রান্না করারও অবস্থা নেই অনেকের। কখনো একবেলা খাবার জুটলেও জুটছে না আরেক বেলা। অনেককেই শুকনো খাবার খেয়েই কাটিয়ে দিতে হচ্ছে দিনরাত। টিউবওয়েলগুলো পানিতে ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।

এ অবস্থায় ত্রাণের আশায় তিস্তার দুই তীরে অপেক্ষমাণ থাকতে দেখা যায় বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুদের। কেউবা গামলা, কেউবা বালতি, কেউবা পাতিল আবার কেউবা ব্যাগ হাতে দাঁড়িয়ে রয়েছেন দুর্দশা লাঘবে নৌকা ভরে ত্রাণ নিয়ে আসবে বলে। নৌকা কিনারে আসতে দেখলে পানিতেও নামছেন কেউ কেউ।

উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মোহসীন সর্দার নিজ অর্থে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন বন্যার্তদের। কাপাসিয়ার ইউনিয়নের লালচামার ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কছিম বাজার, কাজিয়ার চর, চর উজানবুরাইল, বাদামের চরসহ কয়েকটি স্থানে প্রায় দুই হাজার মানুষকে দিয়েছেন ত্রাণ সহায়তা।

অন্যদিকে, গাইবান্ধা-১ আসনের এমপি নাহিদ নিগার সাগর অংশ নিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া ত্রাণ কার্যক্রমে। সেখানে ৮০০ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে জিআর চাল ও শুকনো খাবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতিকালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ত্রুটিপূর্ণ ভবন নির্মাণে রাজউকের দায় আছে : চেয়ারম্যান

ফান্ড পেলে বন্ধ চিনিকল চালু করা হবে : শিল্প উপদেষ্টা 

৮ গোলের ম্যাচে ৭ গোল হজম আর্জেন্টিনার

মাসদাইর কবরস্থান মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজনে মাসুদুজ্জামান

৬১ হাজার টন গম নিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ ভিড়ল চট্টগ্রামে 

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১০ শিক্ষার্থীসহ দগ্ধ ১৯

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে পালাল সিংহ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল ৪২ দল, বাকি আরও ছয়

১০

বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

১১

নভেম্বরের সেরার লড়াইয়ে বাংলাদেশের তাইজুল

১২

উইগ্রোর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

১৩

অনলাইনে ইনভেস্টমেন্টের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ

১৪

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে কাতার দূতাবাসের বার্তা

১৫

কাতার নয়, খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসবে যে দেশ থেকে

১৬

আরও বাড়ল স্বর্ণের দাম

১৭

কর্মবিরতিতে থাকা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

১৮

নির্বাচন প্রস্তুতি সম্পন্ন, এখন মুখ্য খালেদা জিয়ার সুস্থতা : রিজভী

১৯

১০ লাখ টাকা ঘুষ চাওয়া সেই নাহিদকে পদ দিল এনসিপি

২০
X